Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

ওড়ার পরেই বিমানের চাকা খুলে পড়ল এভাবেই উড়ে গেল মুম্বই

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital:

কান্ডলা বিমানবন্দর থেকে শুক্রবার দুপুর ২টো ৩৯ মিনিটে ওড়ে এসজি ২৯০৬ বিমান। বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে সেটি ওড়ার সময় চাকা খুলে পড়ে যায়। বিষয়টি লক্ষ করেন টাওয়ার কন্ট্রোলার। সূত্রের খবর, তিনি দেখেন বিমানটি রানওয়ে ছেড়ে ওড়ার পরেই কালো রঙের বড় একটি বস্তু রানওয়েতে পড়ে গড়াচ্ছে। সেটি দেখামাত্রই বিমানবন্দরের কর্মীদের বার্তা দেওয়া হয়। তৎক্ষণাৎ রানওয়েতে গিয়ে পরীক্ষা করে দেখা হয় ওই বস্তুটি কী। তখন দেখা যায়, সেটি বিমানের চাকা।   সারাক্ষণ দুর্বল লাগে?

গুজরাতের কান্ডলা বিমানবন্দর থেকে ওড়ার পরেই চাকা খুলে পড়ল স্পাইসজেটের বিমানের। ওই অবস্থাতেই যাত্রীদের নিয়ে মুম্বইয়ের উদ্দেশে উড়ে গেল বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান পাইলট। বিমানটি যাতে রানওয়েতে নিরাপদে অবতরণ করতে পারে, তার জন্য আগেভাগেই সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়ানটি মুম্বই বিমানবন্দরে পৌঁছোতেই সেটিকে নিরাপদে অবতরণ করানোর ব্যবস্থা করা হয়।             কলকাতায় সেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী মোদির

স্পাইসজেটও এই ঘটনাটি নিশ্চিত করেছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে বিমান সংস্থাটি জানিয়েছে। স্পাইসজেটের এক মুখপাত্র বলেন, ‘‘স্পাইসজেট কিউ৪০০ বিমানের একটি চাকা খুলে পড়ে। তার পরেও বিমানটি গন্তব্যে নিরাপদে উড়ে যায়। এবং নিরাপদে সেখানে অবতরণ করেছে। এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি।’’

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ভ্রমণ দেশ দুর্ঘটনা পরিবহন
Related News