Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক কলকাতায়, প্রধানমন্ত্রী মোদি, অজিত ডোভাল আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর

banner

journalist Name : Priyashree

#Pravati sangbad Digital:

আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইদিনে মোদি-ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিঁদুরের পর এরাজ্যে মোদি, ডোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।

ইস্টার্ন কমান্ডের আয়োজনে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা সেনার একটি বিশেষ বৈঠকে যোগ দিতেই শহরে আসছেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।        গ্লোবাল সাউথ দেশগুলির স্বার্থে একসঙ্গে লড়বে

প্রতিবেশী বাংলাদেশ এখনও শান্ত হয়নি। মাঝেমধ্যেই সেখানে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। এসসিও সম্মেলনে চিন-ভারতের বৈঠকের পর চিন সীমান্তে অনেকটা স্থিতি ফিরেছে। তা সত্ত্বেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর কেন্দ্রের। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথবাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে। তাতে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কলকাতায় আসা বলে জানা যাচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সামরিক কলকাতা রাজ্য দেশ
Related News