#Pravati Sangbad Digital Desk:
আগামী সোম মঙ্গলবার দেশের করোনা পরিসংখ্যানে কিছুটা স্বস্তি দেখা দিলেও বুধবার ফের বাড়ল কোভিড। বুধবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, কত ২৪ ঘন্টার মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন এবং বর্তমানে এই করোনায় মৃতের সংখ্যা ৪৪১ জন। আবারো দেশজুড়ে সকলের চিন্তা বাড়লো, পরিসংখ্যানের নিরিখে দেশে গতকালের থেকে ৪২ শতাংশ মৃত্যুর সংখ্যা বাড়ল।
শুধু মৃত্যুর সংখ্যা নয়, সাথে সংক্রমনও বাড়ল ১৯ শতাংশ। মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮ টাকা আর গত ২৪ ঘন্টায় সেই আক্রান্তের সংখ্যা এক লাফে প্রায় ৪৪ হাজার ৯০০ বাড়ল। গোটা দেশে দৈনিক পজিটিভ রেট বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ এছাড়াও দেশে বেড়েছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা, ৮ হাজার ৯৬১ জন। গত ২৪ ঘণ্টায় নয়া স্ট্রেনে দেশে সংক্রমিত হয়েছে ৭০ জন।
এছাড়া রাজ্যের স্বাস্থ্য দফতর বুলেটিন অনুযায়ী মঙ্গলবার ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন আর সংক্রমণের সাথে সাথেই বেড়েছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক কে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের জনসংখ্যার মধ্যে ১৫৮ কোটি মানুষ টিকা নিয়েছেন।দেশের বহু জায়গায় সংক্রমনের সঙ্গে পজিটিভিটি রেট বেরেছে। পশ্চিমবঙ্গে সেই স্থানে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র মঙ্গলবার যে তথ্য প্রকাশ করেছেন সেই বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন এবং প্রাণ হারিয়েছেন ৩১০ জন। ভারতে ওমিক্রনের সংখ্যাও বেড়েছে। ভারতে ওমিক্রণের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৯১ আর গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জন। বর্তমানে দেশজুড়ে ওমিক্রণ বৃদ্ধির হার ৮.৩১ শতাংশ বেশি হয়েছে।