আইপিএল ২০২৫-এর পরেই ইংল্যান্ড সফরে পাড়ি দেবে ভারতীয় দল। এই সফর থেকেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে ভারতের অভিযান। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে এই গুরুত্বপূর্ণ সফরের আগে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। সহ-অধিনায়কের পদ হারাতে পারেন দেশের অন্যতম সেরা পেসার, জসপ্রীত বুমরাহ।
প্রসঙ্গত, বুমরাহ শেষবার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়া সফরে। এমনকি সেই সিরিজে চোটের কারণে রোহিত না থাকায় অধিনায়ক হিসেবেও একটি টেস্টে নেতৃত্ব দেন তিনি, যেখানে ভারত জয়ও পেয়েছিল। তার অধিনায়কত্বে দলের পারফরম্যান্স প্রশংসনীয় হলেও, চোটই হয়তো এবার তাঁর দায়িত্বের পথ আটকে দিচ্ছে। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠের চোট পেয়ে দীর্ঘ তিন মাস মাঠের বাইরে ছিলেন বুমরাহ। সেই চোটের ধকল কাটিয়ে বর্তমানে মাঠে ফিরেছেন, ভালো পারফরম্যান্সও করছেন। তবে চিকিৎসক ও ফিজিওদের মতে, বুমরাহ সম্পূর্ণ ফিট হলেও তাঁকে এখনই টানা পাঁচটি টেস্ট খেলানো ঝুঁকিপূর্ণ হতে পারে। টেস্ট ম্যাচে দিনের পর দিন দীর্ঘ স্পেল বল করতে হয়, যা টি-২০’র চার ওভারের থেকে অনেক বেশি ধকলসাপেক্ষ।
মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তি ও উন্নয়নের বার্তা
উলেখ্য, এই বাস্তবতাকেই সামনে রেখে বিসিসিআই চাইছে এমন কাউকে সহ-অধিনায়ক হিসেবে রাখতে, যিনি সিরিজের প্রতিটি ম্যাচে খেলবেন এবং দলের সঙ্গে নিয়মিত থাকবেন। যদি বুমরাহ প্রতি টেস্টে না খেলেন, তবে মাঝেমধ্যেই সহ-অধিনায়ক বদল করতে হবে। এতে নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে বলেই মনে করছে বোর্ড। এই পরিস্থিতিতে সম্ভাব্য নতুন সহ-অধিনায়ক হিসেবে উঠে আসতে পারেন চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার বা রবিশ্রীর জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে, তা এখনো বোর্ডের তরফে ঘোষণা করা হয়নি। একদিকে বুমরাহর দায়িত্বহীনতা নিয়ে আলোচনা, অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শক্তিশালী দল গঠনের তাগিদ—এই দ্বন্দ্বের মধ্যেই ইংল্যান্ড সফরের আগে বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বিসিসিআই।