Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তি ও উন্নয়নের বার্তা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

দিঘা সফর সেরে এবার মুর্শিদাবাদে পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিনের এই গুরুত্বপূর্ণ সফরে সোমবার (৫ মে) তিনি বহরমপুরে পৌঁছচ্ছেন। যদিও সফরের প্রথম দিনে তাঁর কোনও সরকারি কর্মসূচি নির্ধারিত নেই, তবে প্রশাসনিক স্তরে তৎপরতা তুঙ্গে।


আগামীকাল, মঙ্গলবার (৬ মে), মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে জেলাজুড়ে। সফরের মূল উদ্দেশ্য শান্তি ফিরিয়ে আনা ও উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা। সাম্প্রতিক ধুলিয়ান ও সামশেরগঞ্জের অশান্তির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের হাতে আর্থিক সাহায্য ও ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেবেন। তাঁর কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুতীতে একটি প্রশাসনিক সভা, যা অনুষ্ঠিত হবে ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে। সভার আয়োজন ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় বার্তা দিতে পারেন বলেই জানা গেছে। এই প্রশাসনিক সভা থেকেই মুখ্যমন্ত্রী ৭০৩ কোটি টাকার মোট ১৬৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে প্রায় ৪৭৪ কোটি টাকার ৯৩টি প্রকল্পের উদ্বোধন এবং ২২৯ কোটি টাকার ৭৪টি নতুন প্রকল্পের শিলান্যাস অন্তর্ভুক্ত। জেলার পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বহু সংস্কার করা রাস্তা, নতুন সরকারি ভবন, হোস্টেল, স্বাস্থ্যকেন্দ্র, ও অন্যান্য জনমুখী পরিষেবার কেন্দ্রেরও উদ্বোধন হবে তাঁর হাত ধরে।

কালবৈশাখীতে স্বস্তি দক্ষিণবঙ্গে, আরও কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সম্প্রতি মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই প্রসঙ্গ মাথায় রেখেই মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন জেলায় সফরের। তাঁর আগমনে জেলার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখার দিকেও প্রশাসন নজর দিচ্ছে। এই সফরের মাধ্যমে রাজনৈতিক মহলে একাধিক বার্তার সম্ভাবনা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা থেকে প্রশাসনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও রাজনৈতিক বার্তা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের উন্নয়ন ও শান্তি রক্ষায় মুখ্যমন্ত্রীর এই সফর যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য রাজনৈতিক
Related News