সাইবার সুরক্ষা, লেনদেন এবং রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত নিয়মাবলী না মানার কারণে দেশের পাঁচটি নামী ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এই পাঁচটি ব্যাঙ্ক হল আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং অ্যাক্সিস ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকদের কেওয়াইসি (KYC) সংক্রান্ত বিধিনিষেধ এবং সাইবার সুরক্ষা বিষয়ক নিয়মাবলী না মানার কারণে আইসিআইসিআই ব্যাঙ্ককে ৯৭.৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটিই এই তালিকায় সর্বোচ্চ জরিমানা।
ব্যাঙ্ক অফ বরোদা: আরবিআইয়ের বিভিন্ন নির্দেশিকা মানতে ব্যর্থ হওয়ায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ৬১.৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আইডিবিআই ব্যাঙ্ক: কিষান ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের অভিযোগে ৩১.৮ লক্ষ টাকা জরিমানা হয়েছে এই ব্যাঙ্কের।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: কেওয়াইসি নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় এই ব্যাঙ্ককেও ৩১.৮ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে।
অ্যাক্সিস ব্যাঙ্ক: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক হিসেবে পরিচিত অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ ছিল অভ্যন্তরীণ লেনদেন ও অ্যাকাউন্ট পরিচালনায় গরমিলের। তাই ব্যাঙ্কটিকে ২৯.৬০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আশঙ্কা, বাড়বে ঝড়বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর
রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়ে দিয়েছে, এই জরিমানা ব্যাঙ্কগুলির প্রাতিষ্ঠানিক গাফিলতির জন্য আরোপিত হয়েছে। এর কোনও প্রভাব সরাসরি গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে পড়বে না। এই পদক্ষেপ আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাঙ্কের সদিচ্ছাকেই তুলে ধরে। দেশের ব্যাঙ্কিং খাতে নিয়ম-নীতি লঙ্ঘনের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্কের এহেন কড়া পদক্ষেপ ভবিষ্যতে ব্যাঙ্কগুলিকে আরও সচেতন হতে বাধ্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গ্রাহকদের নিরাপত্তা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।