পাকিস্তানের আকাশসীমা বন্ধ, বিপাকে ভারতীয় বিমান সংস্থাগুলি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বাণিজ্যিক উড়ানগুলির জন্য বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারতের আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে বিকল্প দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হতে হচ্ছে, যার ফলে যেমন সময় বাড়ছে, তেমনি ব্যয়ও বেড়ে চলেছে হু-হু করে।


সূত্র অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমা যদি একটানা এক বছর বন্ধ থাকে, তাহলে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়াই প্রায় ৫ হাজার কোটি টাকার বেশি লোকসানে পড়তে পারে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্যান্য বেসরকারি সংস্থাওইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার, যারা ইতিমধ্যেই এই সংকট কাটাতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমানের গন্তব্যে পৌঁছতে প্রতিটি বিমানে গড়ে অতিরিক্ত দেড় ঘণ্টা সময় লাগছে। এর জেরে বিমান সংস্থাগুলির সপ্তাহে বাড়তি খরচ হচ্ছে প্রায় ৭৭ কোটি টাকা, যা মাসিক হিসাবে দাঁড়ায় ৩০৬ কোটি টাকা। দীর্ঘ মেয়াদে এই বাড়তি খরচ কার্যত সংস্থাগুলির অস্তিত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক উড়ানের ভাড়ায় বাড়তি চাপ পড়বে যাত্রীদের উপরেও। যাত্রীদের চাহিদা এবং খরচের ভারসাম্য বজায় রাখতে বিমান সংস্থাগুলি বাধ্য হয়ে টিকিটের মূল্য বৃদ্ধি করতে পারে। সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিকল্প রুট বেছে নিলেও সেগুলি অধিক সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে কেন্দ্রের কাছে পরামর্শ ও নীতি সহায়তা চাওয়া হয়েছে—বিশেষত খরচ কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং আন্তর্জাতিক যাত্রী পরিষেবায় কীভাবে স্থিতাবস্থা বজায় রাখা যায়, সে বিষয়ে। যদিও সরকারি পক্ষ থেকে এখনো এই আলোচনার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তথাপি মন্ত্রক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় কলকাতাকে টপকে জেলার দাপট

উলেখ্য,  সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু। তদন্তে উঠে এসেছে, এই হামলার নেপথ্যে ছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী। এর পরই ভারত একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেয় সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত, পাক নাগরিকদের ভিসা বাতিল, এবং দূতাবাসের কর্মী হ্রাস। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় উড়ানগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারত-পাকিস্তানের এই কূটনৈতিক দ্বন্দ্ব সরাসরি প্রভাব ফেলছে সাধারণ যাত্রী ও বিমান সংস্থাগুলির উপর। এই সংকট যত দীর্ঘায়িত হবে, তার আর্থিক বোঝা তত বাড়বে। পরিস্থিতির উন্নতি না হলে অদূর ভবিষ্যতে বিমান ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাতেও ছাপ ফেলবে এই জটিলতা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

যুদ্ধ দেশ
Related News