Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা, শিল্প ও কর্মসংস্থানের পথে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মেদিনীপুর কলেজ মাঠে মঙ্গলবার আয়োজিত প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করে রাজ্যের শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে গেলেন। এই সভা থেকেই তিনি উদ্বোধন করেন পূর্ব ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প—গোয়ালতোড়ে ১০৫ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির মোট ব্যয় ৭৫০ কোটি টাকা। এই প্রশাসনিক সভা থেকে মোট ২১২টি নতুন প্রকল্পের শিলান্যাস এবং ১১০টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সভায় ভাষণ দেন। পরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ৮ লক্ষ সাধারণ মানুষের হাতে তুলে দেন।


প্রধান প্রকল্পসমূহ:

গোয়ালতোড় সৌরবিদ্যুৎ প্রকল্প (১০৫ মেগাওয়াট) – ব্যয়: ₹৭৫০ কোটি  

মেদিনীপুরে জল সংশোধনাগার – ব্যয়: ₹৩৩.৮৫ কোটি  

ঘাটাল ও খড়্গপুরে পানীয় জলের প্রকল্প – ব্যয়: ₹১৯৪ কোটি  

ক্ষীরপাই-রামজীবনপুর রাস্তা নির্মাণ – ব্যয়: ₹৭৭ কোটি  

পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ কেন্দ্র ও বক্রেশ্বরে ২০০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প

মুখ্যমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ উৎপাদন যত বাড়বে, বিদ্যুৎ খরচ ততই কমবে। রাজ্যের পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের দিকে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শালবনিতে ২০০০ একর জমিতে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যেখানে জেলার বহু ছেলে-মেয়ে চাকরির সুযোগ পাবে। দেউচা পাঁচামি কয়লা খনির কথাও উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ১০০ বছর চিন্তার দরকার হবে না। প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।”

মে মাসের শুরুতেই মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

উলেখ্য,  বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলে কোথায় শিল্প? সবটাই গল্প! কিন্তু এটা বোঝে না, গল্পেই জীবনের শুরু। শিল্প কর্মসংস্থান তৈরি করে, কর্মসংস্থান আর্থিক উন্নতি ঘটায়।” তাঁর বক্তব্যে স্পষ্ট, শিল্প ও সামাজিক কল্যাণের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সরকারের লক্ষ্য। মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী যে সব প্রকল্পের ঘোষণা করেছেন, তা শুধু এই জেলাই নয়, গোটা রাজ্যের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, পানীয় জল, রাস্তা, শিল্পায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে রাজ্যবাসীর জীবনযাত্রার মান উন্নত করার একটি সুসংবদ্ধ রোডম্যাপ উপস্থাপন করলেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য চাকরি
Related News