Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আজ গোয়ায় পা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

banner

journalist Name : Abhinaba Poddar

#Goa:

আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট সেখানেই আসন দখলের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকী ক্ষমতা দখলের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে গোয়ায় পা রাখার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হল। তৃণমূলের অভিযোগ, বিজেপি' এই কাণ্ড ঘটিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি গেরুয়া শিবির।

বৃহস্পতিবার বিকেলে গোয়ায় পা রেখে বিমানবন্দর থেকে বেরোনোর একটু পরেই অন্তত ১৫-২০ জন কালো পতাকা দেখাতে শুরু করেন তৃণমূল নেত্রীর কনভয়ের সামনে। অবশ্য গাড়ি না থামিয়ে পাঞ্জিমের উদ্দেশ্যে চলতে থাকে বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ি।

ইতিমধ্যেই গোয়ায় আইন-শৃঙ্খলা, দুর্নীতির কারণে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে অভিযোগ তুলছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে তৃণমূল।

অপরাধ আটকানো যায়নি, এমনকি নারীরাও নিরাপদ নয় গোয়ায়। কর্মসংস্থান নিয়েও বেহাল দশা বিজেপি- সরকারের আমলে। এই পরিস্থিতিতে গোয়াতে চমক দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

২০১৭ সালের বিধানসভা ভোটে গোয়াতে কংগ্রেস পেয়েছিল ১৭ আসন। বিজেপি জিতেছিল মাত্র ১৩টি আসনে। যদিও রাজনৈতিক দলবদলের পর বিজেপি গোয়ায় সরকার গঠন করে। এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস। যদিও গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাবাড়ে বলেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোয়া এসে অফিস করে বাংলা চালালেও গোয়ার ভোটে তার কোনও প্রভাব পড়বে না। ভোটের পর গোয়ায় তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে, ভাড়াটে লোক দিয়ে গোয়ায় ভোট হয় না। দিদি গোয়ায় আসুন, দেখুন, থাকুন। আর গোয়া থেকে কিছুটা গণতন্ত্র শিখে গিয়ে বাংলায় প্রয়োগ করুন।'' যদিও তৃণমূল সবকে গুরুত্ব দিতে নারাজ। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই এবার গোয়ায় ঝড় তুলতে চায় ঘাসফুল শিবির।

যেভাবে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের সখ্য বাড়ছে, যেভাবে গোয়ার বিশিষ্টজনেরা তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, সর্বোপরি তৃণমূলের যে তৎপরতা তাতে এটুকু বলা চলে ২০১২ সালের মতো গোয়া তৃণমূলকে এবার খালি হাতে ফেরাবে না। আর তা সুনিশ্চিত করতেই পা রাখছেন তৃণমূল নেত্রী।

আগামী তিনদিন গোয়ার বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন গোয়ার বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে। সূত্রের খবরএকটি বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে গোয়ায তৃণমূলের তরফে। চা চক্র থেকে মধ্যাহ্নভোজ দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সাথে দেখা করেন তাই নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে। কলকাতায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন গোয়ান ফুটবলার অ্যালভিটো। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জোর জল্পনা রয়েছে। লাকি আলি, নাফিসা আলি, রেমো ডিসুজারা তাঁর উপস্থিতিতে তৃণমূল শিবিরে চলে আসেন কিনা জল্পনা তা নিয়েও। এই সফরের মধ্যেই অভিনেত্রী বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তৃণমূল নেত্রীর গোয়া সফরের আগেই সেখানে পা পড়েছে প্রশান্তকিশোরের। গিয়েছেন তাঁর দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও। ফলে এই তিনদিনে বহু সম্ভাবনাই দেখছে রাজনৈতিক মহল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News