Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে উত্তাল এসএসসি ভবন চত্বর

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে উত্তাল হয়ে উঠেছে এসএসসি ভবনের সামনের এলাকা। সোমবার সন্ধ্যা ৬টায় প্রায় ১৯ হাজার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা প্রকাশ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।


উলেখ্য,  সন্ধ্যা গড়িয়ে সাড়ে ৭টা হলেও তালিকা প্রকাশ না হওয়ায়, এসএসসি ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন বহু চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তালিকা প্রকাশের দিন ধার্য হলেও, তার বাস্তবায়নে এই বিলম্ব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবাদকারীদের অনেকেই হুঁশিয়ারি দিয়েছেন—তালিকা প্রকাশ না হলে তাঁরা সারারাত ধরে বিক্ষোভ চালিয়ে যাবেন।বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের একাধিকবার কথা কাটাকাটি হয়। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি সত্ত্বেও আন্দোলন থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আন্দোলনকারীদের মুখে বারবার ধ্বনিত হচ্ছে — *"জাস্টিস চাই, তালিকা চাই।"*চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন সর্বতোভাবে তৎপর। যদিও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে উত্তেজনা যে ক্রমেই বাড়ছে, তা বলাই বাহুল্য।

ডোমজুড়ে ওএনজিসির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

প্রসঙ্গত, চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আগেই ঘোষণা করেছিলেন, সোমবার যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না হলে তারা এসএসসি ভবন অভিযান চালাবেন। সেই মোতাবেক করুণাময়ী থেকে বিশাল মিছিল করে তাঁরা এসএসসি ভবনের সামনে এসে জড়ো হন। এরপর থেকেই শুরু হয় জোরদার বিক্ষোভ।এই প্রতিবাদ শুধুমাত্র একটি তালিকার দাবিতে নয়—এ যেন দীর্ঘদিনের অন্যায়, অবিচার এবং অবহেলার বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভের বহিঃপ্রকাশ। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবেন না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য চাকরি
Related News