Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কাদের চাকরি থাকবে, কাদের নয়? আজই চাকরিহারাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) 'যোগ্য' এবং 'অযোগ্য' প্রার্থীদের তালিকা আজ, সোমবার প্রকাশিত হতে পারে। তার আগেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত। সকালে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের একাংশ মিছিল করেন করুণাময়ী থেকে কমিশনের দফতর পর্যন্ত। দাবি— যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হচ্ছে, ততক্ষণ অবধি চলবে অবস্থান কর্মসূচি।


উলেখ্য,  এই মিছিলে শিক্ষা কর্মীদের বড় অংশ অনুপস্থিত থাকলেও, বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে বৈঠকের আগে তাঁরা মিছিল করে পৌঁছনোর পরিকল্পনা করেছেন। শিক্ষাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা পৃথক ব্যানারে আন্দোলনে অংশ নিচ্ছেন। পাশাপাশি রিভিউ পিটিশনের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অনেকে।‘যোগ্য’ শিক্ষক চিন্ময় মণ্ডল, যিনি শিক্ষক শিক্ষিকা মঞ্চের আহ্বায়ক, তিনি বলেন, “সরকার আজ পর্যন্ত সময় দিয়েছিল তালিকা প্রকাশের জন্য। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন রয়েছে, যেগুলির উত্তর কমিশনের কাছ থেকে পাওয়া প্রয়োজন। তালিকা না প্রকাশ হওয়া পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।”

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ মামলার শুনানি ২৮ এপ্রিল থেকে শুরু

অন্যদিকে, ‘যোগ্য’ শিক্ষাকর্মী সত্যজিৎ ধর জানান, “সিদ্ধান্ত হয়েছে, আমরা সোমবারের মিছিলে থাকব। তবে পৃথক ব্যানারে। প্রথমে এসএসসি অফিস এবং পরে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে মিছিল করব। বিকেলে পর্ষদের সঙ্গে বৈঠকের আগে সেখানে জমায়েত করব।”স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকেলে এসএসসি চেয়ারম্যান এক প্রেস কনফারেন্স করতে পারেন, যেখানে 'যোগ্য' এবং 'অযোগ্য' প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে। এই ঘোষণার দিকে তাকিয়ে হাজার হাজার চাকরি প্রার্থীর চোখ।এসএসসি-র মাধ্যমে নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে গত কয়েক বছর ধরেই উত্তপ্ত রাজ্যের শিক্ষা মহল। আদালতে একের পর এক মামলা, তালিকা বাতিল, নতুন করে যাচাই প্রক্রিয়া— সবমিলিয়ে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আজও অনিশ্চয়তার মুখে। এই প্রেক্ষিতেই তালিকা প্রকাশ নিয়ে উদ্বেগ ও উত্তেজনা চরমে পৌঁছেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য চাকরি
Related News