রবিবার গভীর রাতে উত্তর কলকাতার পাথুরিয়া ঘাট স্ট্রিটে একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল দুই পুরোহিতের। রাত প্রায় ১টা নাগাদ ওই চারতলা বহুতলের উপরের তলায় থাকা গুদামটিতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি।
উলেখ্য, ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে দমকলের দশটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের রাত কাটিয়ে দিতে হয়। অবশেষে সোমবার সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। মৃত দুই ব্যক্তির নাম কিষান লাল উপাধ্যায় (৫৮) এবং সুনীলকুমার শর্মা (৪৮)। তাঁরা পেশায় পুরোহিত ছিলেন এবং রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। বহুতলটির ছাদের উপরে একটি ছোট ঘরে তাঁরা থাকতেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
ইলিনয়ের ট্রিলা এলাকায় সিঙ্গল ইঞ্জিন বিমান ভেঙে পড়ে নিহত ৪
দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের উৎসস্থল ও কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠানো হয়েছে, এবং বিস্তারিত তদন্ত চলছে।এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝরাতে আচমকাই কালো ধোঁয়া ও আগুনের আঁচ টের পান তাঁরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।