Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিবাহ বন্ধনে দিলীপ ঘোষ, জীবনের নতুন অধ্যায় শুরু বঙ্গ রাজনীতির এক রঙিন চরিত্রের

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবং দলের অন্যতম আলোচিত মুখ দিলীপ ঘোষ আজ, শুক্রবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। নিউটাউনের নিজের বাসভবনেই আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি ও রিঙ্কু মজুমদার, যিনি নিজেও বিজেপির নেত্রী হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রাজনীতির জীবন কাটিয়ে অবশেষে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছলেন দিলীপ ঘোষ।


প্রসঙ্গত,  বিয়ের দিন সকালেই নিজের মন খুলে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দিলীপ ঘোষ বলেন, _“এ জীবনে অনেক কিছু করেছি। শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবরই চাইতেন আমি সংসার শুরু করি। ওর কথাতেই এই সিদ্ধান্ত।"_  প্রসঙ্গত, বিয়ের আগে থেকেই জল্পনার পারদ চড়ছিল রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই খবর রটে যায় দিলীপ ঘোষের আসন্ন বিবাহ নিয়ে। যদিও তখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, শুক্রবার সকালে দিলীপ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। আজকের এই বিশেষ দিন উপলক্ষে ইতিমধ্যেই কলকাতায় এসেছেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা দেবী। পাশাপাশি মেদিনীপুর থেকে আত্মীয়স্বজনেরাও উপস্থিত হয়েছেন। জানা গেছে, ঘরোয়া পরিবেশেই, আইনি প্রক্রিয়ায় এই বিয়ে সম্পন্ন হবে। বিয়ের পর একটি ছোট আয়োজন থাকবে পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে। দাম্পত্য জীবন শুরু হলেও রাজনীতিতে সক্রিয়তা কমবে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট বলেন, _“রাজনীতি আমার শিরায় শিরায়। সংসার জীবনের সঙ্গে দলের কাজ সমানভাবে চলবে। তাছাড়া আমার স্ত্রীও দলের একজন নেত্রী, ফলে কোনো সমস্যার প্রশ্নই ওঠে না।”_

সারা রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দক্ষিণবঙ্গে তীব্র গরমে স্বস্তি, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট

উলেখ্য,  দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর দীর্ঘদিনের সংঘযোগ নিয়েও। আরএসএসের দীর্ঘকালীন প্রচারক হিসেবে পরিচিত দিলীপ ঘোষ এবার কি সেই ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন? সূত্রের খবর, বিবাহিত হলে সংঘের প্রচারক হিসেবে কাজ চালানো যায় না, ফলে সেই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াতে পারেন। তবে এ নিয়ে দিলীপ ঘোষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এক রঙিন, স্পষ্টভাষী রাজনীতিবিদের জীবনে এই নতুন অধ্যায়ের সূচনা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এক চমকপ্রদ ঘটনা। বিরোধী শিবিরের ট্রোল থেকে শুরু করে দলের অভ্যন্তরে আলোচনা—সব মিলিয়ে দিলীপ ঘোষের এই বিয়ে ঘিরে জল্পনা যেমন ছিল, তেমনই ছিল কৌতূহল। এখন দেখার, দাম্পত্য জীবন কেমন প্রভাব ফেলে এই বর্ষীয়ান নেতার রাজনৈতিক সফরে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব রাজ্য
Related News