Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা কবে? কলকাতা হাই কোর্টের কড়া প্রশ্ন কেন্দ্রকে

banner

journalist Name : Bidisha Karmkar

#Pravati Sangbad Digital Desk :

পশ্চিমবঙ্গের বহু শ্রমিকের জীবননির্ভর ১০০ দিনের কাজের প্রকল্পে (MGNREGA) বকেয়া অর্থ নিয়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবার আইনি প্রশ্নের মুখে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কড়া প্রশ্ন তোলেন বিচারপতিরা— "মনরেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্য থেকে উদ্ধার হওয়া অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে? সেই অর্থ কি কেন্দ্রকে ফেরত পাঠানো হয়েছে, না কি প্রকল্পের সুবিধাভোগীদের কাজে লাগানো হয়েছে?" আগামী ১৫ মে মামলার পরবর্তী শুনানির আগে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট কেন্দ্রকে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।  


প্রসঙ্গত,  মামলার সূত্রপাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র দায়ের করা একটি জনস্বার্থ মামলা থেকে, যেখানে রাজ্যে MGNREGA প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাই কোর্ট চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যার রিপোর্ট অনুযায়ী হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ ও দার্জিলিং (GTA) জেলা থেকে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।  এই অর্থ বাজেয়াপ্ত হলেও তা প্রকল্পের মূল উদ্দেশ্যে ব্যয় করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন,   “কেন্দ্র সরকার ঔদ্ধত্য দেখাচ্ছে। তিন বছর ধরে একাধিক প্রকল্পে কোনও অর্থ আসেনি। এটা রাজনীতির খেলা চলছে— নির্বাচন এলেই টাকা আটকে দেওয়া হচ্ছে।”অন্যদিকে মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন,  “কেন্দ্র ও রাজ্যের লড়াইয়ে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। এটা অনুচিত।”কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতকে জানান, “রাজ্যকে ইতিমধ্যেই ১২ কোটি টাকা দেওয়া হয়েছিল, তবে সেই অর্থে দুর্নীতি হয়েছে। সেই অর্থ উদ্ধার হলেও এখনো কেন্দ্রকে ফেরত পাঠানো হয়নি।”প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পালটা প্রশ্ন করেন, “উদ্ধার করা অর্থের কী হল? তা কি সরাসরি প্রকল্পের উপভোক্তাদের দেওয়া হয়েছে? নাকি কেন্দ্রীয় কোষাগারে ফেরত গেছে?”তিনি আরও বলেন,“আইন অনুযায়ী রাজ্যকে প্রকল্পের প্রাপ্য টাকা দিতে হবে। এ বিষয়ে কেন্দ্র যেন মানুষের অধিকার রক্ষার দিকে নজর দেয়।”

চাকরি বাতিল মামলায় মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক, আদালত অবমাননার নোটিস দিল্লির আইনজীবীর

উলেখ্য,  এই মামলার পটভূমিতে রয়েছে দীর্ঘদিন ধরে রাজ্যের অভিযোগ— ২০২১ সালের পর থেকে কেন্দ্র একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করেছে, যার মধ্যে রয়েছে MGNREGA-ও। বিষয়টি নিয়ে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একাধিকবার আন্দোলন করেছে ও কেন্দ্রকে চিঠিও দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অর্থ ছাড় হয়নি। এই মুহূর্তে রাজ্যের লক্ষাধিক শ্রমিক ও পরিবার অপেক্ষা করছেন সেই প্রশ্নের উত্তর জানার জন্য— “কবে মিলবে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা?”আগামী ১৫ মে শুনানির আগে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে হয়তো মিলবে সেই প্রতীক্ষিত উত্তর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News