Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

কোন কোন উপাদান মুখে মাখলে আপনার ত্বক হয়ে উঠবে আরও প্রানবন্ত !

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

শুধু ফেসপ্যাকের বিজ্ঞাপন দেখেছেন। কিন্তু কখনও ব্যবহার করেননি। কিন্তু এ বার ইচ্ছে হয়েছে ফেসপ্যাক ব্যবহার করার। এমন ফেসপ্যাক যা মুখে মাখলে ত্বকে কোনও সমস্যা হবে না, বরং জেল্লা বাড়বে। প্রথমবার ফেসপ্যাক ব্যবহার করতে চাইলে বাজারচলতি পণ্য এড়িয়ে চলুন। সাহায্য নিন ঘরোয়া টোটকার। হেঁশেলে থাকা হলুদ দিয়ে সেরে নিন রূপচর্চা। এতে ত্বকের জৌলুস বাড়বে এবং পকেটও খসবে না।


হলুদ ও দুধের ফেসপ্যাক - ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে দুধ। কাঁচা দুধে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর লাগান। কাঁচা হলুদের পেস্টও ব্যবহার করতে পারেন। ফুল ফ্যাট দুধ হলে বেশি উপকার পাবেন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক নিয়ে কোনও অভিযোগ থাকবে না। হলুদ ও মধুর ফেসপ্যাক - ব্রণর সমস্যা দূর করতে চান এবং ত্বককে হাইড্রেটেড রাখতে চান? এ ক্ষেত্রে হলুদের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। মধু ত্বককে নরম রাখার পাশাপাশি ব্রণর সমস্যা কমায়। ১ চামচ কাঁচা হলুদের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। মিনিট পনেরো পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-১ বার এই ফেসপ্যাক ব্যবহার করলেই ফল দেখতে পাবেন।

পঞ্চায়েত ৪ – সিরিজপ্রেমিদের অপেক্ষার শেষ, নতুন মোড়ে আবিষ্কৃত হচ্ছে ফুলেরা!

হলুদ ও চন্দনের ফেসপ্যাক- তৈলাক্ত ত্বক, ওপেন পোরস, ব্রণ, ট্যান— সমস্যা যা-ই হোক বা কেন, হলুদ ও চন্দনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এই দুই উপাদানের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের সমস্যা কমায়। এক টুকরো কাঁচা হলুদ ও চন্দন একসঙ্গে বেটে নিন। হলুদ ও চন্দনের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এতে গোলাপ জল বা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপরে মুখ ধুয়ে ফেলুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News