Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ঘরের বায়ু বিশুদ্ধ করতে ৭টি গাছ, প্রতিটি বাড়িতেই থাকা উচিত

banner

journalist Name : Anamya Dey

#Pravati Sangbad Digital Desk :

আজকের ব্যস্ত শহুরে জীবনে বাড়ির চার দেওয়ালের মধ্যে বসবাস যেমন প্রয়োজনীয় হয়ে উঠেছে, তেমনই বাড়ছে এক অদৃশ্য ঝুঁকি—বাতাসের দূষণ। আমরা অনেকেই ভাবি, ঘরের ভেতরের বাতাস হয়তো বাইরের তুলনায় নিরাপদ। কিন্তু সত্যি হলো, বাড়ির ভেতরের বাতাসেও জমে থাকে নানা ক্ষতিকর উপাদান—যেমন ধুলো, কেমিক্যাল, ধোঁয়া বা দুর্গন্ধ। এই পরিস্থিতিতে একদিকে যেমন দরকার নিয়মিত পরিষ্কার রাখা, তেমনই দরকার প্রকৃতির কাছে ফিরে যাওয়া। আর সেই পথেই সমাধান এনে দিতে পারে কিছু নির্দিষ্ট গাছ, যেগুলি ঘরের বায়ুকে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ করতে সহায়তা করে। ঘরের বায়ু বিশুদ্ধকারী গাছগুলির মধ্যে কিছু যেমন পাতা দিয়ে দূষণ শোষণ করে, তেমন কিছু আবার বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, আরেকার পাম, স্পাইডার প্ল্যান্ট, অ্যালো ভেরা বা পিস লিলির মতো গাছ ঘরের বায়ুকে শুধুমাত্র বিশুদ্ধই করে না, বরং বাড়ির নান্দনিকতা ও পরিবেশকেও করে তোলে আরও সতেজ ও প্রাকৃতিক।


এই গাছগুলো রীতিমতো ‘নিরব ফাইটার’। একদিকে যেমন এগুলো ফর্মালডিহাইড, বেনজিন, কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস শোষণ করতে সক্ষম, অন্যদিকে সারা রাত ধরে অক্সিজেন ছাড়ার ক্ষমতা রাখে—বিশেষ করে স্নেক প্ল্যান্ট ও অ্যালো ভেরা। তাই এই গাছগুলো শোবার ঘরের জন্যও উপযোগী। এমনকি NASA-র গবেষণাও বলছে, কিছু গাছ বায়ু বিশুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখে। এতে করে ঘরে বসেই আমরা পেতে পারি এক টুকরো বিশুদ্ধ প্রকৃতি। এই গাছগুলোর একটি বড় সুবিধা হলো, এদের যত্ন নেওয়া খুব সহজ। অতিরিক্ত পানি বা রোদ ছাড়াই এরা অনায়াসে টিকে থাকে। ছোট ছোট টবে লাগিয়ে জানালার ধারে বা ঘরের কোণে রেখে দিলে তারা নিঃশব্দে কাজ করে চলে—কোনো যন্ত্রপাতির আওয়াজ বা বিদ্যুৎ খরচ ছাড়াই। যারা অ্যাপার্টমেন্টে থাকেন বা যাঁদের বাগান করার জায়গা নেই, তাঁদের জন্যও এগুলো হতে পারে প্রাকৃতিক সমাধান। শুধু বায়ু বিশুদ্ধ করা নয়, গাছপালা মানসিক চাপ কমাতেও সহায়তা করে। সবুজ রঙ চোখের আরাম দেয়, মন শান্ত করে এবং একটি সতেজ অনুভূতি এনে দেয়। একটি সবুজ গাছের উপস্থিতি একটি ঘরকে শুধু সৌন্দর্যমণ্ডিতই করে না, তা যেন জীবনের স্পন্দনও এনে দেয়।

আবহাওয়ার বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন: জলবায়ু পরিবর্তনের ছায়া

আজকের দিনে যখন আমাদের ঘরই হয়ে উঠছে কাজ, বিশ্রাম ও পরিবারের একমাত্র নিরাপদ জায়গা, তখন সেই জায়গাকে আরও বাসযোগ্য ও স্বাস্থ্যকর করে তুলতে আমাদের প্রতিটি বাড়িতেই থাকা উচিত কিছু বায়ু বিশুদ্ধকারী গাছ। এক টব সবুজের মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে আমাদের শ্বাস নেওয়ার মুক্তি। প্রকৃতির এই সহজ অথচ শক্তিশালী উপহারকে উপেক্ষা না করে বরং তাকে নিজের জীবনের অংশ করে তোলাই আজকের চাহিদা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News