Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

শহরের গল্প, সম্পর্কের ছায়া—‘মেট্রো... ইন দিনো’ এক নতুন আবহে পুরনো অনুভব

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

শহরের গল্প, সম্পর্কের ছায়া—‘মেট্রো... ইন দিনো’ এক নতুন আবহে পুরনো অনুভব

প্রেম, বিচ্ছেদ, সংযোগ ও একাকীত্ব—এই চারটি আবেগ যখন একটি শহরের ব্যস্ততার সঙ্গে মিশে যায়, তখনই জন্ম নেয় এক নতুন ভাষায় বলা সম্পর্কের গল্প। অনুরাগ বসুর পরিচালনায় আসছে “মেট্রো... ইন দিনো”—একটি আধুনিক সময়ের প্রেমের পটভূমিতে তৈরি সংবেদনশীল রোমান্টিক ড্রামা, যা ২০০৭ সালের প্রশংসিত ছবি লাইফ ইন এ মেট্রো–র একধরনের আত্মিক উত্তরসূরি। ২০২৫ সালের ৪ জুলাই মুক্তি পেতে চলা এই ছবিটি প্রযোজনা করেছে টি-সিরিজ ও অ্যানুরাগ বসু প্রোডাকশনস। প্রযোজক হিসেবে রয়েছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, অনুরাগ বসু ও তানুজ গার্গ। ছবির তারকা তালিকাও বেশ চমকপ্রদ—আছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেন শর্মা, অনুপম খের, নিদ্দি আগরওয়াল এবং পঙ্কজ ত্রিপাঠী।

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ খান: সব্যসাচীর সৃষ্ট পোশাকে বিশ্ব মঞ্চে ‘কিং’ লুক


এই চলচ্চিত্রটি মূলত চারটি আলাদা সম্পর্কের গল্পকে কেন্দ্র করে নির্মিত, যা একে অপরের সঙ্গে সময়ের মোড়ে এসে সংযুক্ত হয়। প্রতিটি গল্প ভারতীয় শহরজীবনের আলাদা আবহকে তুলে ধরে—মুম্বাই, দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোরের প্রেক্ষাপটে এগুলো গড়ে উঠেছে। শহরের গতি ও নিঃসঙ্গতা, সোশ্যাল মিডিয়া-আক্রান্ত সম্পর্কের জটিলতা, প্রেমের টানাপোড়েন—সব মিলিয়ে নির্মিত হয়েছে এক বাস্তব ও গভীর চিত্রনাট্য। পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে, যাঁকে এক নতুন অবতারে দেখা যাবে। গান রচনা ও সুরারোপ করেছেন প্রীতম, যা ইতিমধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নিচ্ছে। গানের সুর ও ছবির আবহ মিলিয়ে যেন শহরের শব্দ আর নৈঃশব্দ্য—দু’টোরই ছাপ পাওয়া যায়।

আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ফের ক্যানসারে আক্রান্ত, ৭ বছর পর নতুন চ্যালেঞ্জের মুখে

চিত্রগ্রহণ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে কলকাতায়। এরপর হিমাচলের বারোগ রেলওয়ে স্টেশনে এক গুরুত্বপূর্ণ অংশ ধারণ করা হয়, যা ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারিতে শেষ হয় দিল্লির শুটিংয়ের মাধ্যমে। শহরের আলোকচ্ছটা, রেল স্টেশনের নীরবতা কিংবা ভিড়ের কোলাহল—সবকিছুকেই অনুরাগ বসুর নিজস্ব ছন্দে ক্যামেরার ফ্রেমে বাঁধা হয়েছে। ‘মেট্রো... ইন দিনো’ শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং এটি আজকের প্রজন্মের সম্পর্কের জটিল বাস্তবতা ও শহুরে জীবনের মেলবন্ধনের প্রতিফলন। ভালোবাসার প্রকাশ, ভাঙনের ব্যথা, ও পুনর্মিলনের আশা—এই ছবির প্রতিটি গল্প যেন আলাদা হলেও একে অপরের পরিপূরক। এই সিনেমাটি হতে পারে ২০২৫ সালের অন্যতম আলোচিত রোমান্টিক ড্রামা, কারণ এটি শহর আর হৃদয়ের গল্প একসূত্রে বেঁধে, একটি সময়োপযোগী ভাষায় বলে যেতে চলেছে আমাদের নিজেদের কথাই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News