Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত: ‘বিশ্বমঞ্চে নতুন ভারতকে নিয়ে ভাবছে সবাই’

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

আগে আমরা বিশ্বকে অনুসরণ করতাম, এখন বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।" এই কথাটি এখন শুধু রাজনৈতিক বক্তব্য নয়, আন্তর্জাতিক বাস্তবতাও। একবিংশ শতকে ভারত যেন এক নতুন পরিচয় নিয়ে বিশ্বরাজনীতির মানচিত্রে উঠে এসেছে। এক সময় যে দেশটি ছিল 'উন্নয়নশীল' তকমায় পরিচিত, আজ সেই ভারত বিশ্ব শক্তি হিসেবে নিজেদের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছে।ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।

ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, ভূ-রাজনৈতিক উত্তেজনায় ভারতের ভারসাম্য নীতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা মার্কিন-চীন প্রতিদ্বন্দ্বিতা—এই টানাপোড়েনের মধ্যেও ভারত নিজের অবস্থান নিরপেক্ষ রেখেছে। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক; দুই দিকেই ভারসাম্য রেখে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত।বিশেষ করে G20 শীর্ষ সম্মেলন (২০২৩) ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া শুধু কূটনৈতিক সাফল্য নয়, বিশ্ব নেতৃত্বে ভারতের আত্মবিশ্বাসেরও প্রতীক।

আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের ক্রমবর্ধমান প্রভাবঃ 

বিশ্বজুড়ে যখন সরবরাহ চেইন (supply chain) ভেঙে পড়ছে, তখন পশ্চিমা দেশগুলি বিকল্প বাজার ও উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের দিকে ঝুঁকছে। ‘চীন প্লাস ওয়ান’ নীতি আজ ভারতের অর্থনীতিকে বিশ্ববাণিজ্যের কেন্দ্রে নিয়ে এসেছে। অ্যাপল, টেসলা থেকে শুরু করে নানা বহুজাতিক সংস্থা এখন ভারতেই কারখানা স্থাপনে আগ্রহী। এ যেন এক নতুন যুগের সূচনা।


জাতিসংঘ, BRICS, SCO–প্রতিটি ফোরামে ভারতের সক্রিয় ভূমিকা

একসময় যেখানে ভারত ছিল শুধুই পর্যবেক্ষক, আজ সেখানে ভারত নেতৃত্ব দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি, BRICS ব্যাঙ্কে নেতৃত্ব, SCO সামিটে সক্রিয় আলোচনা—সবকিছুই এই বার্তা দিচ্ছে: ভারত এখন শুধু অংশগ্রহণকারী নয়, নির্ধারক।

কূটনীতি ছাড়াও ‘সফট পাওয়ার’ ভারতের আসল হাতিয়ার

বলিউড, যোগ, আয়ুর্বেদ, আইটি দক্ষতা ও স্টার্টআপ সংস্কৃতি—এই সবই ভারতের সফট পাওয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আজ ‘ইন্ডিয়া’ মানে শুধু একটা দেশ নয়—এটা একটা 'ব্র্যান্ড'। বিশ্বে যেখানে ভারতীয় খাবার, সংস্কৃতি, এমনকি ভাষাও গ্রহণযোগ্যতা পাচ্ছে, সেখানে এটা শুধু সংস্কৃতির নয়, রাজনৈতিক প্রভাব বিস্তারেরও মাধ্যম।

করোনার আতঙ্ক আবারও – কীভাবে নিজেকে সুস্থ রাখবেন?

ভারতের জনসংখ্যা এখন বিশ্বের সর্বোচ্চ। তরুণ জনসংখ্যা, প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা—সবকিছু মিলিয়ে ভারতের সামনে সুযোগ অনন্ত। তবে চ্যালেঞ্জও কম নয়—চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, অভ্যন্তরীণ বৈষম্য ইত্যাদি এখনো ভারতের পথ কঠিন করে তুলছে। আজকের বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ভারত আর 'নীরব দর্শক' নয়। সে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্ব নেতৃত্বের প্রতিযোগিতায় ভারত যে বড় ভূমিকা নিতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সব দেশ এখন ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কূটনৈতিক সহাবস্থানে আগ্রহী। এটাই ২১ শতকের "নতুন ভারত"—আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, এবং আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশকারী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক রাজনৈতিক
Related News