Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

আরসিবি’র বিজয় মিছিলে ভয়াবহ দুর্ঘটনা: পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত সাতজনের, আহত বহু

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

আইপিএল ২০২৫-এ আরসিবি’র প্রথম ট্রফি জয়ের উদযাপন পরিণত হল বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশাল জনসমাবেশের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন, তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলা ও এক শিশু। দুর্ঘটনার পর গোটা শহরে নেমে এসেছে শোকের ছায়া।


প্রসঙ্গত,  মঙ্গলবার রাতে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটায় ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। বুধবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল আরসিবি’র আনুষ্ঠানিক উদযাপন। সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন স্টেডিয়াম চত্বরে। সেই উচ্ছ্বাসের রাশ টানতে না পারার পরিণতি ঘটে মর্মান্তিক দুর্ঘটনায়। পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত ভিড় সামাল দিতে গিয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় প্রশাসন। হঠাৎই ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে অনেকে একে অপরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। এর ফলেই ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা। ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায়, এক পুলিশকর্মী আহত এক ব্যক্তিকে কোলে করে ছুটে যাচ্ছেন অ্যাম্বুল্যান্সের দিকে। প্রথমে শোনা গিয়েছিল তিনজনের মৃত্যুর খবর। পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। এক শিশু গুরুতর আহত অবস্থায় ইনটেনসিভ কেয়ারে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, আরসিবি’র বিজয় শোভাযাত্রা হওয়ার কথা ছিল কর্নাটক বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে। কিন্তু শহরের চরম যানজটের কারণে সেই পরিকল্পনা বাতিল করে দেয় পুলিশ প্রশাসন। তবুও জনতার ঢল আটকানো যায়নি।

১৮ বছরের অপেক্ষার অবসান, আরসিবির জয়ে আবেগঘন বিজয় মালিয়া

উলেখ্য,  ঘটনার সময় স্টেডিয়ামের ভিতরে চলছিল জয়ের সেলিব্রেশন। কোহলি-দুফ্লেসিদের সেই উৎসবে যদিও কোনও বিঘ্ন ঘটেনি। বাইরে যখন মৃত্যুমিছিল চলছে, ভিতরে তখন আলোর রোশনাই, উদযাপন, উদ্দীপনা— এই দ্বৈত ছবিই সমালোচনার জন্ম দিয়েছে। দুর্ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কেন আগে থেকে উপযুক্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়নি? কেনই বা একটি এত বড় উদযাপনের জন্য বিকল্প নিরাপত্তা পরিকল্পনা ছিল না? ট্রফি জয়ের আনন্দ মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। আরসিবি’র ১৮ বছরের সাধনার ফল যেদিন উদযাপন হওয়ার কথা ছিল, সেদিনই বেঙ্গালুরু হারাল সাতটি প্রাণ। উৎসবের মাঝে শোকগাথা— এই বিপর্যয় ভবিষ্যতের জন্য একটি কঠিন শিক্ষা হয়ে থাকল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News