Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পরপর দুই মাসে কমল বাণিজ্যিক গ্যাসের দাম, স্বস্তিতে ব্যবসায়ীরা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মাসের শুরুতেই এল এক স্বস্তির খবর। জুনের প্রথম দিন থেকেই দেশের নানা প্রান্তে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে একধাক্কায় ছাঁটাই হয়েছে ২৪ টাকা। এর ফলে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং ও অন্যান্য বাণিজ্যিক রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের খরচ কিছুটা হলেও কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে।

কলকাতায় এই সিলিন্ডারের দাম কমেছে প্রায় সাড়ে ২৫ টাকা। বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৮২৬ টাকা। গত মাসে অর্থাৎ মে-তে এই দাম ছিল ১,৮৫১.৫০ টাকা এবং তার আগের মাসে এপ্রিল-এ ছিল ১,৮৬৮.৫০ টাকা। অর্থাৎ, টানা দুই মাস ধরে দাম কমায় বড়সড় স্বস্তি পেয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।


বিভিন্ন শহরে বর্তমান বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হলো:

দিল্লি: ১,৭২৩.৫০ টাকা

মুম্বই: ১,৬৭৪.৫০ টাকা

চেন্নাই: ১,৮৮১ টাকা

উলেখ্য, বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই বাণিজ্যিক এলপিজির দাম নির্ধারণ করে তেল সংস্থাগুলি। ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের আগে এবং জানুয়ারিতেও এই দামে সামান্য হ্রাস দেখা গিয়েছিল। তবে এপ্রিল মাসে দাম বেড়ে ফের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে বর্তমানে পরপর দুই মাস দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন হোটেল, রেস্তরাঁ ও খাবারের দোকানের মালিকরা। সাধারণত ১৯ কেজির এই সিলিন্ডারগুলি ব্যবহৃত হয় বাণিজ্যিক রান্নার কাজে।

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত,  তবে গৃহস্থালি ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত গৃহস্থদের সেই একই ৮৭৯ টাকা খরচ করতে হচ্ছে প্রতিটি সিলিন্ডারের জন্য। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রভাবেই এই ছাঁটাই ঘটেছে। যদি এই প্রবণতা বজায় থাকে, তবে সামনের মাসগুলিতেও আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করছেন বাজার বিশেষজ্ঞরা। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য দ্রব্যমূল্য