Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

'অপারেশন সিঁদুর' পরবর্তী যুগান্তকারী পদক্ষেপ: তিন বাহিনীর যৌথ কমান্ডে এগোচ্ছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের আবহেই প্রতিরক্ষা ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও কৌশলগত পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার থেকে একত্রে এবং সমন্বিতভাবে পরিচালিত হবে ভারতের স্থল, নৌ এবং বায়ুসেনা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ২৭ মে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন বাহিনী এখন থেকে যৌথ কমান্ডের অধীনে কাজ করবে। উদ্দেশ্য— প্রতিরক্ষায় আরও দ্রুত সিদ্ধান্ত, কৌশলগত সমন্বয় এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা।


২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে সন্ত্রাসবাদী হামলায় ভারতের একাধিক জওয়ান শহিদ হন। এই ঘটনার জবাবে, ৬ মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে যৌথ অভিযান চালায় ভারত। 'অপারেশন সিঁদুর' নামক এই অভিযানে সেনা, নৌ ও বায়ুসেনা একসঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। এই সাফল্যের পরই প্রতিরক্ষা নীতিতে বড়সড় রদবদলের পথে হাঁটল ভারত। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই ভাবনা-চিন্তা করে আসছিল। সেই পরিকল্পনারই বাস্তব রূপ হল ২০২৩ সালে সংসদে পাস হওয়া ‘ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল, ২০২৩’। ওই বছরের ১৫ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। নতুন এই আইন অনুসারে, তিন বাহিনীর যৌথ কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের অধীনস্থ সব ইউনিট ও কর্মীদের উপযুক্তভাবে পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।এই আইনের ফলে সেনা, নৌ ও বায়ুসেনার মধ্যে আগে যে সমন্বয়ের অভাব ছিল, তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে দেরি হবে না এবং অপারেশনাল কার্যক্ষমতাও বহুগুণে বাড়বে।

নিম্নচাপ ও প্রাক-বর্ষার জোড়া ফলায় রাজ্যে বৃষ্টি, সমুদ্র উত্তাল

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “সশস্ত্র বাহিনীর সমন্বয় এবং কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতের সম্ভাব্য হুমকি এবং বহিরাগত আক্রমণের ক্ষেত্রে দেশের সুরক্ষাকে আরও বলিষ্ঠ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।”সেনা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) অরুণ কুমার বলেন, “এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। তিন বাহিনীকে এক ছাতার নিচে এনে কৌশলগত অভিযানের সময়ে আরও কার্যকর করা সম্ভব হবে। 'অপারেশন সিঁদুর' তার বাস্তব প্রমাণ।”‘অপারেশন সিঁদুর’-এর অভিজ্ঞতা দেখিয়েছে, যুগপৎ অভিযানে সাফল্যের সম্ভাবনা কতটা বেশি। এই প্রেক্ষিতেই যৌথ কমান্ড চালু করে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হল। কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় এ পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও সুসংহত এবং সক্ষম করে তুলবে, এমনটাই আশা দেশবাসীর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News