Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

‘ওয়ার ২’: হৃত্বিক বনাম এনটিআর – বলিউড ও টলিউডের মহাযুদ্ধের অপেক্ষায় সিনেদুনিয়া

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন ‘ওয়ার ২, ইতিমধ্যেই বলিউড প্রেমীদের মধ্যে এক প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই ছবির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই এবার আসছে সিক্যুয়েল ‘ওয়ার ২’। তবে এবার চমক আরও বড় হৃত্বিক রোশন-এর সঙ্গে যুক্ত হচ্ছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। দুই ইন্ডাস্ট্রির দুই পাওয়ারহাউস, একফ্রেমে—দর্শকদের আগ্রহের পারদ এখন তুঙ্গে।


প্রসঙ্গত,  ‘ওয়ার ২’ ছবির সবচেয়ে বড় আকর্ষণ হল হৃত্বিক ও এনটিআর-এর মুখোমুখি আসা। সিনেপ্রেমীরা দুই তারকার অ্যাকশন ও অভিনয়ের মেলবন্ধন দেখার জন্য মুখিয়ে রয়েছেন। হৃত্বিক যেখানে আগেই যশরাজের স্পাই ইউনিভার্সে ‘কবির’ চরিত্রে নিজের জাত চিনিয়েছেন, এনটিআর সেখানে নতুন মুখ। তবে তাঁর দক্ষিণী ফ্যানবেস এবং দুর্দান্ত অভিনয় ক্ষমতা ছবিটিকে ভিন্ন মাত্রা দিতে চলেছে বলেই মনে করছে টিনসেল টাউন। অভিনেতাদের পারিশ্রমিক নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। সূত্র মারফত জানা গেছে, ‘ওয়ার ২’-এর জন্য হৃত্বিক রোশন পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ₹৮০ কোটি টাকা, যেখানে জুনিয়র এনটিআর পাচ্ছেন ₹৬০ কোটি টাকার কাছাকাছি। যদিও এনটিআর এই সিরিজে নতুন, তবু তাঁর জনপ্রিয়তা এবং প্রভাব ছবির কনটেন্টে বড় ভূমিকা রাখবে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত আয়ান মুখার্জি। তাঁর ভিজ্যুয়াল সেন্স ও গল্প বলার ধরণ ‘ওয়ার ২’ কে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অভিনেত্রী কিয়ারা আডবানি ছবির অন্যতম মুখ্য চরিত্রে। ইতিমধ্যেই টিজারে তাঁর হট লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ ইতিমধ্যেই বলিউডে এক নতুন ধারার সূচনা করেছে। সালমান খানের ‘টাইগার’ ও শাহরুখ খানের ‘পাঠান’–এর পর হৃত্বিক ও এনটিআর-এর জুটি এই ইউনিভার্সকে আরও বিস্তৃত এবং বর্ণময় করে তুলবে বলেই আশা করা হচ্ছে।

‘Not Even WhatsApp’: গোপনীয়তার নতুন স্তরে হোয়াটসঅ্যাপের যাত্রা

উলেখ্য,  ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় ২০২৫ সালের শেষার্ধে। ছবি ঘিরে আগ্রহ এতটাই তুঙ্গে যে টিজার মুক্তির পর থেকেই তা ট্রেন্ডিং-এ জায়গা করে নিয়েছে। প্রথম ‘ওয়ার’ যেমন বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল, এবার দেখার ‘ওয়ার ২’ সেই সাফল্যকে কতটা ছাড়িয়ে যেতে পারে। বলিউড ও দক্ষিণী সিনেমার এক অবিস্মরণীয় যুগ্ম প্রয়াস হতে চলেছে ‘ওয়ার ২’। তারকাবহুল কাস্ট, চমৎকার নির্মাণ, উচ্চ বাজেট এবং গ্লোবাল স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে এটি নিঃসন্দেহে হতে চলেছে ২০২৫-এর অন্যতম বড় ব্লকবাস্টার। এখন শুধু অপেক্ষা, অ্যাকশনে কতটা দাগ কাটে এই ছবি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন চলচ্চিত্র
Related News