Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু সকাল ৭টা থেকে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati SAngbad Digital Desk :

আগামী রবিবার, ২৫ মে, সারাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) প্রিলিমিনারি পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সাধারণত সপ্তাহান্তে যেখানে মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়, সেখানে এই বিশেষ দিনে সকাল ৭টা থেকেই পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মূল করিডরে মোট ১৩৮টি মেট্রো চলবে, যার মধ্যে ৬৯টি আপ ও ৬৯টি ডাউন ট্রেন থাকবে।

পরিষেবার নতুন সময়সূচি (২৫ মে, রবিবার):

প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়  কবি সুভাষ, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর থেকে।

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে।

সকাল ৯টার পর  অন্যান্য রবিবারের মতো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা চলবে।

রাতের পরিষেবায় কোনও পরিবর্তন নেই।


কবি সুভাষ → দক্ষিণেশ্বর: রাত ৯:২৭ মিনিটে

দক্ষিণেশ্বর → কবি সুভাষ : রাত ৯:৩৩ মিনিটে

কবি সুভাষ → দমদম : রাত ৯:৪০ মিনিটে

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি-র বিস্ফোরক দাবি: ১৪২ কোটি টাকার আর্থিক লাভের অভিযোগ

মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তারা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন এবং যাত্রাপথে কোনও রকম ভিড় বা অসুবিধার সম্মুখীন না হন। কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং যাত্রার সময় টিকিট ও মেট্রো স্মার্ট কার্ড আগে থেকে সংগ্রহ করে রাখার পরামর্শ দিয়েছেন। কলকাতা মেট্রোর এই পদক্ষেপ নিঃসন্দেহে পরীক্ষার্থীদের জন্য একটি বড় সহায়তা। পরীক্ষার দিনে সকাল সকাল পরিষেবা চালু হওয়ায় সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অনেক সহজ হবে। নাগরিক সুবিধা ও সামাজিক দায়বদ্ধতার এই নিদর্শন কলকাতা মেট্রোর প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা পরিবহন
Related News