অবশেষে সব জল্পনার ইতি টেনে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। রোহিত শর্মার বিদায়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় ক্রিকেট আর এক যুগসন্ধির সাক্ষী হল। সোমবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বিবৃতির মাধ্যমে অবসরের কথা জানান ভারতের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘ ১৪ বছরের অসাধারণ টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে ৩৬ বছর বয়সে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
কোহলি লিখেছেন,“১৪ বছর হয়ে গেল যখন প্রথমবার আমি টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু পরেছিলাম। সত্যি বলতে, আমি কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে। এটা আমাকে পরীক্ষা করেছে, গড়ে তুলেছে, এবং এমন অনেক শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বহন করব।‘’ তিনি আরও বলেন, “সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব রয়েছে। নীরব পরিশ্রম, দীর্ঘ দিনগুলো, ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই চিরকাল মনে থেকে যায়। এই ফরম্যাট থেকে সরে যাওয়া সহজ নয় — কিন্তু এটা সঠিক সময় বলেই মনে হচ্ছে। আমি আমার সবটুকু দিয়েছি, আর এই ফরম্যাট আমাকে তার থেকেও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে।”
২০১১ সালে জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন কোহলি। ধীরে ধীরে হয়ে ওঠেন দলের মেরুদণ্ড, পরে অধিনায়কত্ব গ্রহণ করে ভারতীয় টেস্ট দলকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। তাঁর নেতৃত্বে ভারত ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে এবং দেশের মাটিতে ধারাবাহিক অপরাজেয় রেকর্ড গড়ে।
ম্যাচ: ১২৩
রান: ৯,২৩০
গড়: ৪৬.৮৫
সেঞ্চুরি: ৩০
হাফ-সেঞ্চুরি: ৩১
সর্বোচ্চ রান: অপরাজিত ২৫৪ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পুনে, ২০১৯)
১৯ দিনের উদ্বেগের অবসান, শান্তির ছোঁয়া উপত্যকায়
ভারতের টেস্ট ইতিহাসে রানসংখ্যার দিক দিয়ে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর আগে রয়েছেন কেবল তিন কিংবদন্তি — সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কার। বিসিসিআই সূত্রে জানা গেছে, কোহলি শনিবারই বোর্ডকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও কোহলি তাঁর অবস্থানে অনড় থাকেন। একটি যুগের সমাপ্তি হল, যেটি শুধু পরিসংখ্যানের মাধ্যমে মাপা যাবে না। কোহলি ছিলেন আধুনিক টেস্ট ক্রিকেটের এক মুখ, যিনি আগ্রাসন, আত্মবিশ্বাস ও আবেগকে একত্রিত করে বিশ্ব মঞ্চে ভারতকে এক শক্তিশালী শক্তিতে পরিণত করেন। তাঁর এই বিদায় শুধু ভারতীয় ক্রিকেটেরই নয়, বিশ্ব ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি। বিদায়, বিরাট সাদা পোশাকের মাঠে আপনার শূন্যতা অপূরণীয়ই থেকে যাবে।