ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির সিদ্ধান্তের জেরে আবারও বল গড়াতে চলেছে আইপিএল। স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট ফের শুরু হওয়ার দিকে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে বোর্ড সূত্রে খবর।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসবে বিসিসিআই। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর মাঠে ফিরতে প্রস্তুত হতে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। যদিও বিদেশি ক্রিকেটারদের একাংশ ইতিমধ্যেই ভারত ছেড়ে নিজের দেশে ফিরে গিয়েছেন, তবু সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে তাঁদের বার্তা দেওয়া হয়েছে — তৈরি থাকতে। বিশ্বস্ত সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএলের প্রথম ম্যাচ। তবে ধর্মশালায় আর কোনো ম্যাচ হবে না বলেই জানা গিয়েছে। দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ নিরাপত্তার কারণে বাতিল হওয়ার পর ধর্মশালাকে বাতিল করা হয়েছে পাঞ্জাবের হোম ভেন্যু তালিকা থেকে।
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির জেরে স্থগিত আইপিএল: অনিশ্চয়তায় টুর্নামেন্টের ভবিষ্যৎ
উলেখ্য, বিসিসিআই প্রাথমিকভাবে চারটি নতুন ভেন্যু নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং কলকাতা। এই চার শহরের নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, তবে বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, এই চারটি শহরই নতুন সূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। টুর্নামেন্ট পুনরায় শুরু করার ক্ষেত্রে বিসিসিআইয়ের লক্ষ্য হলো সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আইপিএল সম্পন্ন করা। ক্রিকেটপ্রেমীরা দীর্ঘ প্রতীক্ষার পর ফের প্রিয় তারকাদের মাঠে দেখতে পাবেন, এমন সম্ভাবনায় রোমাঞ্চিত গোটা দেশ।