Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দ্বিমুখী লড়াইয়ের ছক পাকিস্তানের, কড়া জবাব ভারতীয় সেনার — ছন্নছাড়া ইসলামাবাদ

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ভারতের বিরুদ্ধে ফের দ্বিমুখী লড়াইয়ের পথ বেছে নিল পাকিস্তান। একদিকে সরাসরি সীমান্তে গোলাগুলি ও ড্রোন হামলার মাধ্যমে আগ্রাসী মনোভাব দেখানোর চেষ্টা, অন্যদিকে চিরাচরিত কায়দায় জঙ্গিদের অনুপ্রবেশ করিয়ে দেশের অভ্যন্তরে অশান্তি ছড়ানোর অপচেষ্টা। তবে এবারও পাকিস্তানের এই কৌশল ভেস্তে দিল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনী (BSF)।


বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সশস্ত্র জঙ্গি। বিএসএফের প্রমুখ সজাগতায় সেই অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়। পাল্টা গুলির লড়াইয়ে নিকেশ হয় ৭ জন জঙ্গি। শুধু তাই নয়, জঙ্গিদের আড়াল দিয়ে থাকা পাকিস্তানি সেনার পোস্টেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। বিএসএফ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে পাকিস্তানি পোস্টে বিস্ফোরণের দৃশ্য স্পষ্ট। একই রাতে পাকিস্তান পশ্চিম ভারতের কয়েকটি অঞ্চল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অপচেষ্টা চালায়। প্রতিটি ড্রোন ভারতীয় বায়ুসেনা সফলভাবে প্রতিহত করে। সীমান্তরেখার ওপারে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি চিহ্নিত করে ভারত সুনির্দিষ্ট পাল্টা হামলা চালায়। জল, স্থল ও আকাশপথে একযোগে চলা এই আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ ভেঙে পড়ে বলে প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে।

টালমাটাল পাকিস্তান: ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর ২.০’-এর পর পরিস্থতির ভয়াবহ অবনতি

 বিশেষজ্ঞদের মতে, এই ধরণের দ্বিমুখী আক্রমণ পাকিস্তানের পুরনো চাল, যেখানে একদিকে সীমান্তে সেনা আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা হয়, আর অন্যদিকে অভ্যন্তরীণ অশান্তি তৈরির জন্য জঙ্গি অনুপ্রবেশ ঘটানো হয়। তবে ভারতীয় সেনার ত্রিমুখী পাল্টা কৌশল এবং কড়া প্রতিরক্ষা প্রস্তুতির ফলে পাকিস্তানের এই পরিকল্পনা এবারও ব্যর্থ হয়। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের অভ্যন্তরেও চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দেশজুড়ে বিদ্রোহ, শীর্ষ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের মৃত্যুর দায় ইসলামাবাদের দিকেই ছুড়ে দিয়েছে আন্তর্জাতিক মহল। সাম্প্রতিক এই সংঘর্ষ পরিস্থিতি ফের বুঝিয়ে দিল, শান্তির বুলি আওড়ালেও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক অস্থিরতা তাকে সন্ত্রাসের পথেই ঠেলে দিয়েছে। ভারতীয় সেনার প্রস্ততি এবং সমন্বিত প্রতিরক্ষা কৌশলই এখন দেশের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

যুদ্ধ দেশ
Related News