Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

রোহিতের আচমকা টেস্ট অবসর: অপমানের ভয়েই কি হিটম্যানের সরে দাঁড়ানো?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের প্রাক্কালে এই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। ক্রীড়ামহলের একাংশের দাবি, রোহিতের এই অবসর আদতে ‘অপমানজনক বিদায়’-এর আগাম সুরক্ষাব্যবস্থা।


প্রসঙ্গত,  ২০২৩ সালে দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেওয়ার মতো সাফল্য এসেছে তাঁর অধিনায়কত্বে। এমন কৃতিত্বের পরও গত কয়েক মাস ধরে চাপের মধ্যে ছিলেন হিটম্যান। বিশেষত টেস্ট ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল বিসিসিআই এবং নির্বাচক মহলে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশের পর থেকেই রোহিতের নেতৃত্ব ও দলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রোহিত খেলতে পারেননি। এসব মিলিয়ে তাঁকে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া নিয়ে নির্বাচকদের অনীহা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও নির্বাচক কমিটির অভ্যন্তরে রোহিতকে নিয়ে আলোচনা হয় এবং সেখানে ইংল্যান্ড সফরে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যত পাকা হয়ে যায়। বোর্ড সূত্রে জানা গেছে, রোহিতকে তা আগাম জানিয়ে দেওয়া হয়। একাধিক সিনিয়র ক্রিকেট ব্যক্তিত্ব মনে করছেন, দেশের হয়ে বহু ম্যাচ জেতানো এই ক্রিকেটার সেই সিদ্ধান্তে অপমানিত বোধ করেন এবং এর ফলেই তিনি নিজে থেকেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নেন।

ইংল্যান্ড সফরের আগে বড় সিদ্ধান্ত: সহ-অধিনায়কত্ব হারাতে পারেন জসপ্রীত বুমরাহ!

উলেখ্য,  রোহিত এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পরই। এবার টেস্ট থেকেও সরে দাঁড়ালেন। আপাতত তিনি ওয়ান ডে ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বোর্ডও জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়কই আপাতত ভারতের ওয়ান ডে দলের নেতৃত্বে থাকবেন। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রোহিত। তবে তাঁর ফর্ম, ফিটনেস এবং নির্বাচকদের পরিকল্পনা—সব মিলিয়ে সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারবেন কি না, তা সময়ই বলবে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল পেতে চলেছে তিন ফরম্যাটে তিন অধিনায়ক। নতুন নেতৃত্ব, নতুন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের দল গঠনের প্রক্রিয়া—সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখে দাঁড়িয়ে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News