Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রের সংসারে আসছে নতুন সদস্য

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

বিয়ের ঠিক দু’বছর পরেই সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই দম্পতি জানিয়েছেন, তারা খুব শিগগিরই হতে চলেছেন বাবা-মা। 


উলেখ্য,  পোস্টে, সিদ্ধার্থ ও কিয়ারা তাদের দু’জোড়া হাতে সাদা রঙের ছোট্ট একটি জোড়া মোজা তুলে ধরেন, যা সন্তান আগমনের অনবদ্য ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়েছে। এর সঙ্গে তারা লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।” পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই, তাদের শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। বলিউডের একাধিক তারকাও এই দম্পতিকে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কপূরসহ আরও অনেকেই তাদের প্রতি ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কিছুদিন আগে, ২০২৩ সালে, কিয়ারা আডবাণীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল। জয়পুরে একটি ছবির প্রচারে অংশ নেওয়ার সময় কিয়ারার পরনে ছিল একটি ব্রালেট এবং রাজস্থানি হাতের কাজের ব্লেজার, যার মধ্যে নেটাগরিকরা তার স্ফীতোদর দেখে গুজব ছড়িয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। তবে সেই সময়ের গুঞ্জন ছিল শুধুমাত্র জল্পনা, যা পরে প্রমাণিত হয়েছে ভুল। 

বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে পড়ুয়াদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

প্রসঙ্গত,  ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাদের সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, সিদ্ধার্থের জন্যই তার ঘরে ফিরে আসা আরও আনন্দদায়ক হয়। কিয়ারা বলেছেন, “ওর সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি, সেখানে অনেক ভালবাসা এবং আদর পেয়েছি। সেই একই ভালবাসা আমি সিদ্ধার্থ থেকেও পাই।”কিয়ারার কাজের দিক থেকে, তার আগামী ছবির মধ্যে রয়েছে ‘ডন ৩’, যেখানে তিনি রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধবেন। অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্র ‘পরম সুন্দরী’ ছবিতে অভিনয় করবেন, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এখন, কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। তারা তাদের সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত, আর তাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News