Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, রাজ্যে এল আরও ৩৯ লক্ষ ভ্যাকসিন

banner

journalist Name : Abhinaba Poddar

#Kolkata:

ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। পুজো মিটতেই কার্যত চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। তাতেও হুঁশ নেই সাধারণ মানুষের। কলকাতার পাশাপাশি জেলাতেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে বাসিন্দাদের মাস্ক না পরার প্রবণতা। সংক্রমণে লাগাম টানতে তাই ভ্যাকসিনেশনের পাশাপাশি কলকাতা থেকে জেলার রাজপথে অভিযানে নেমেছে পুলিশ৷ উদ্দেশ্যে একটাই, সংক্রমণকে রুখে দেওয়া৷ একই সঙ্গে সকলকে প্রতিষেধকের আওতায় আনারও প্রক্রিয়া শুরু হয়েছে৷

গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনার বলি হয়েছেন ১৫ জন৷ আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক৷ করোনার দোসর হিসেবে ডেঙ্গুর উপস্থিতি চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে৷


আজ রাতের বিমানে আরও লক্ষ ৫০ হাজার কো-ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে মোট ৩৯ লক্ষ ভ্যাকসিন পাবে রাজ্য। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ প্রহরায় বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয় এই ভ্যাকসিন।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজকের ভ্যাকসিন বাদ দিয়ে রাজ্যের কাছে ৪২ লক্ষ ভ্যাকসিন ছিল৷ আজকের ভ্যাকসিন পাওয়ার পর প্রায় ৮০ লক্ষ ভ্যাকসিন থাকবে রাজ্যের কাছে৷ স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ইতিমধ্যেই জেলায় জেলায় প্রতিটি বুথে বুথে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ বাড়তি নজর রাখা হচ্ছে স্বচ্ছতার ক্ষেত্রেও৷


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News