Flash News
Monday, September 22, 2025

মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছে ১০টি গুরুত্বপূর্ণ দপ্তর

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

  

দিল্লির মুখ্যমন্ত্রী দায়িত্বে 'ডেপুটি' প্রবেশ, জানুন কার হাতে দিল্লির কোন দপ্তর?

দুপুরে শপথ নেওয়ার পর, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দিল্লি সরকারের মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মাসহ অন্যান্য মন্ত্রীদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। 


মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে মোট ১০টি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে- স্বরাষ্ট্র, অর্থ, পরিষেবা, পরিকল্পনা, ভিজিল্যান্স দপ্তর। এছাড়াও সামলাবেন, রাজস্ব, সাধারণ প্রশাসন, তথ্য ও জনসংযোগ, নজরদারি, ভূমি ও ভবন, এবং নারী ও শিশু উন্নয়ন দপ্তর। 

উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মাকে দেওয়া হয়েছে তিনটি দপ্তরের দায়িত্ব-  শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, পরিবহণ দপ্তর। 

মনজিন্দর সিং সিরসা দায়িত্ব  পেয়েছেন স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং শিল্প দপ্তরের। 

কপিল মিশ্র দায়িত্ব পেলেন জল, পর্যটন এবং সংস্কৃতি দপ্তর।

রবীন্দ্র কুমার ইন্দ্ররাজকে দায়িত্ব দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা, শ্রম, এবং তফসিলি জাতি-উপজাতি দপ্তরের। 

আশীস সুদ  নিয়েছেন রাজস্ব, পরিবেশ এবং খাদ্য ও নাগরিক সরবরাহ দপ্তরের দায়িত্ব।

পঙ্কজ কুমার সিং পেলেন আইন, আইন প্রণয়ন এবং আবাসন দপ্তর।

কেজরিওয়ালকে হারানো পর পরবেশের আজ শপথগ্রহনের দিন , তালিকায় আছে কার কার নাম?

দিল্লির মন্ত্রিসভার দপ্তর বণ্টনে দেখা যাচ্ছে, নতুন সরকারের মধ্যে প্রতিটি দপ্তর অত্যন্ত গুরুত্ব সহকারে ভাগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মার নেতৃত্বে, দিল্লির সরকার সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছে।  বিশেষ করে শিক্ষা, পরিবহণ এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, বিজেপি সরকার একটি দক্ষ সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করতে চায়। এখন, দিল্লির নাগরিকরা আশা করছেন যে, এই নতুন মন্ত্রিসভার নেতৃত্বে শহরের উন্নয়ন এবং সুসাশনের পথে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News