Flash News
Tuesday, September 23, 2025

পথ দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

আজ ২১ ফেব্রুয়ারি বর্ধমানে যাওয়ার পথে বড়সড় পথদুর্ঘটনার শিকার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুর এলাকায়, যেখানে তার কনভয়কে একটি লরি আচমকা চাপ দিয়ে ফেললে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। সৌরভ গঙ্গোপাধ্যায় তার রেঞ্জ রোভার গাড়ি চালাচ্ছিলেন, তার সঙ্গে ছিলেন সফরসঙ্গীরা। 


জানা যায়, বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। সেই সময়ে দাঁতনপুর এলাকায় বৃষ্টি হচ্ছিল, এবং স্বাভাবিক গতিতেই রেঞ্জ রোভারটি চলছিল। কিন্তু আচমকা একটি লরি তার কনভয়ের গাড়ি চেপে দেওয়ার চেষ্টা করে। এই কারণে সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষলে, পিছনে থাকা গাড়িগুলি একে একে ধাক্কা খেতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, সৌরভের রেঞ্জ রোভারটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও গাড়ির গতি খুব বেশি ছিল না, তাই সেসময় কারোরই শারীরিক ক্ষতি হয়নি। তবে কনভয়ের দুই গাড়ির কিছু ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর সৌরভের কনভয়কে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয় এক্সপ্রেসওয়ের পাশে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন তারা। 

ভুল চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, গলব্লাডার অপারেশনে ২২ লাখ টাকার বেশি বিল

উলেখ্য,  বর্ধমানে পৌঁছানোর পর সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হন। সৌরভের সফরসঙ্গীরা জানান, এই বড়সড় দুর্ঘটনা থেকে সকলেই রক্ষা পেয়েছেন। লরির চেপে দেওয়ার কারণে দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত, তবে রেঞ্জ রোভার গাড়িটি ভালো মানের হওয়ায় বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এ ঘটনাটি প্রমাণ করেছে যে, সচেতনতা ও দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে বড় দুর্ঘটনা থেকেও রক্ষা পাওয়া সম্ভব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সতর্কতা ও গাড়ির নিরাপত্তার জন্য আজ আরেকটি জীবন রক্ষা পেল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা
Related News