Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি: বাস্তবের প্রতিফলন ‘পণ্ডিতস্যার’ উপন্যাসে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

বর্তমানে রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর এই আলোচনার তীব্রতা আরও বেড়েছে। ঠিক এই আবহেই চর্চায় ফিরে এসেছে ‘পণ্ডিতস্যার’, সুকেশকুমার মণ্ডল রচিত একটি উপন্যাস যা প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। অদ্ভুতভাবে, এই উপন্যাসের কাহিনিতে যা লেখা হয়েছিল, তা আজ বাস্তবে ঘটেছে—নির্দিষ্ট প্যানেল বাতিল হওয়া, দুর্নীতি এবং অযোগ্যদের চাকরি পাওয়ার কাহিনি। 


প্রসঙ্গত,  ‘পণ্ডিতস্যার’ উপন্যাসের মধ্যে লেখক সুকেশকুমার মণ্ডল বর্ণনা করেছেন কীভাবে রাজনৈতিক প্রভাব এবং ঘুষের মাধ্যমে একজন অযোগ্য ব্যক্তি শিক্ষকতার চাকরি পায়। বইটির প্রধান চরিত্র, নীলমোহন, একজন সৎ, শিক্ষিত যুবক। তবে সে চাকরি পায়নি শুধুমাত্র কারণ সে রাজনৈতিক নেতা বা কোন ঘুষদাতা নয়। অপরদিকে, রবিরঞ্জন শর্মা নামক এক ব্যক্তি, যিনি ক্ষমতার ব্যবহার করে চাকরি পায় এবং এক পণ্ডিতের পাণ্ডুলিপি চুরি করে নিজের নামে বই প্রকাশ করে। যদিও শেষে রাষ্ট্রপতির নির্দেশে তার চাকরি চলে যায় এবং তাকে গ্রেপ্তারও করা হয়। এই উপন্যাসের কাহিনির সঙ্গে আজকের বাস্তবের মিল অস্বাভাবিকভাবে নজরকাড়া। উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর, লেখক সুকেশকুমার মণ্ডল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে বিশেষ সম্মান পেয়েছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি বইটি পড়ে লেখককে অভ্যর্থনা জানিয়েছিলেন, এবং সুকেশের কাজের প্রশংসা করেছিলেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপন্যাসটির ইংরেজি অনুবাদ পড়ে সুকেশকে চিঠি পাঠিয়ে তার লেখার ভূয়সী প্রশংসা করেছিলেন। আজ থেকে প্রায় ৯ বছর আগে লেখা এই উপন্যাসে যা ছিল, তা বাস্তবে ঘটেছে। ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়া, অযোগ্যদের চাকরি পাওয়া—এই ঘটনা আজ যেন উপন্যাসের পাতা থেকে বাস্তবের মঞ্চে চলে এসেছে। উপন্যাসের পাঠকরা আজ বিস্মিত হচ্ছেন, কারণ বাস্তব জীবনে দেখা যাচ্ছে, লেখক যে পরিস্থিতি বর্ণনা করেছিলেন, তা হুবহু বর্তমানের বাস্তবতা। পাঁশকুড়ার বাসিন্দা কৃষিবিজ্ঞানী কাঞ্চনকুমার ভৌমিক বলেন, “সুকেশ আজ থেকে ন’বছর আগে যা লিখেছিলেন, আজ তার হবহু প্রতিফলন দেখা যাচ্ছে। সাহিত্য সমাজের দর্পণ, এটা ছোট থেকে জেনে এসেছি। এখন তা প্রত্যক্ষও করছি।” এর মাধ্যমে লেখক একেবারে বাস্তবের সাথে সাহিত্যের সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছেন। 

আলিপুরদুয়ারের ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মবিরতি, পরীক্ষার স্থগিতির প্রতিবাদ

এদিকে, লেখক সুকেশকুমার মণ্ডল জানান, "সেই সময়ে দেখেছিলাম, টাকা দিলেই চাকরি মিলে যাচ্ছে। অনেক বেকার যুবককে তখন এ নিয়ে হা-হুতাশ করতেও দেখেছি। প্রতিবাদের দলিল হিসেবে ‘পণ্ডিতস্যার’ লিখেছিলাম। এখন তো আমার উপন্যাসের কাহিনির সঙ্গে বাস্তব হুবহু মিলে গেল। তবে দুর্নীতির ভিড়ে যে সব যোগ্যরাও চাকরি হারালেন, তাঁদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে।" এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে, সাহিত্য কখনোই শুধু কল্পনা নয়; তা সমাজের প্রতিফলন। সমাজে যা ঘটছে, তারই প্রকাশ পায় সাহিত্যকর্মে। আর 'পণ্ডিতস্যার' সেই বাস্তবতা প্রকাশ করার ক্ষেত্রে অত্যন্ত সফল একটি কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই পরিস্থিতি এমন এক সময়ের সঙ্গেও মিলে গেছে যখন সুকেশকুমার মণ্ডলের ‘পণ্ডিতস্যার’ উপন্যাসের কাহিনি এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তবে, এই দুর্নীতির জালে যারা চাকরি হারিয়েছেন, তাদের জন্য একটি সুস্থ, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ব্যবস্থা স্থাপন জরুরি হয়ে পড়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ চাকরি
Related News