Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

১২ বছর পর RSS-এর নাগপুর দফতরে প্রধানমন্ত্রী মোদী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

রবিবার সকাল বেলা নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) এর সদর দফতরে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানালেন সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরকে। সঙ্ঘের সদর দফতরে এই শ্রদ্ধাজ্ঞাপন পর্বে প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবতও।  শ্রদ্ধা নিবেদনের পর, মোদী সঙ্ঘের শ্রুতি মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে সঙ্ঘের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁর পরিকল্পনা ছিল দীক্ষাভূমি মন্দিরে যাওয়ার, যেখানে তিনি সংবিধানের প্রণেতা ডঃ বি আর অম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। 


উলেখ্য,  প্রধানমন্ত্রী মোদী প্রায় ১২ বছর পর RSS সদর দফতরে পদার্পণ করলেন। ২০১২ সালে তাঁর শেষ দফতর সফরের পর, দীর্ঘ সময় ধরে সঙ্ঘের এই কেন্দ্রীয় দফতরে তাঁর আগমন ঘটে। এই দীর্ঘ বিরতির পর মোদীর ফিরে আসা দেশজুড়ে রাজনীতির নতুন ধারা ও সঙ্ঘের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষত, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে বেশ কিছু জল্পনা তৈরি হয়েছে। দলের বর্তমান সভাপতি জে পি নাড্ডার মেয়াদ শেষ হয়ে গেছে, এবং দলের নেতৃত্ব পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে মোদীর RSS সদর দফতরে আসা, একাংশের মতে, রাজনৈতিক ধোঁয়াশা কাটানোর জন্যও হতে পারে।  বিজেপি দল, যা এই সময়কালে সঙ্ঘের প্রচেষ্টায় নতুন রাজনৈতিক মাইলেজ পেয়ে এসেছে, সম্ভবত সঙ্ঘের সঙ্গে আলোচনা করছে দলের ভবিষ্যত নেতৃত্ব নিয়ে। 

ফের পরপর ২বার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার

প্রসঙ্গত,  প্রধানমন্ত্রী মোদী দুপুর সাড়ে ১২টা নাগাদ নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে যাবেন, যেখানে তিনি কিছু উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে মোদী রাজনীতির পাশাপাশি দেশের উন্নয়নমুখী পরিকল্পনাগুলোর প্রতি নিজের আগ্রহও প্রকাশ করছেন। এভাবে, প্রধানমন্ত্রী মোদীর ১২ বছর পর RSS সদর দফতরে উপস্থিতি শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, বরং সাংবিধানিক ও জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক দেশ
Related News