#Pravati Sangbad Digital Desk:
ব্যালন ডি'অর না পাওয়ার বেদনা ভুলে ভারতীয় সময় গতকাল রাতে ফিফার বেস্ট অ্যাওয়ার্ডটি হাতে নেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের সর্বকালের সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোস্কি। গতবছর পোল্যান্ডের সর্মথকরা সকলেই আশা করেছিলেন ব্যালন ডি'অর লেভানডোস্কি পাবেন, কিন্তু সে আশাকে চূর্ণ করে লিওনেল মেসি তার ৭ নম্বর ব্যালন ডি'অর পান। কিন্তু গতকালের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফিফার দ্যা বেস্ট মেনস প্লেয়ার আওয়ার্ডটি রবার্ট পান।
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা তারকা লেওয়ানডস্কি এই নিয়ে টানা দ্বিতীয়বার ফিফা-র বর্ষসেরা সম্মানে ভূষিত হলেন। গতবছর লেওয়ানডস্কি জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে টপকে বুন্দেশলিগায় এক মরশুমে ৪১ গোল করে চমকে দেন। লেওয়ানডস্কির হাতে এই পুরস্কার দেখার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাটিউজ মোরাউইকি ফেসবুকে লেখেন, "রবার্ট স্পেশ্যাল। আমাদের দেশের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবলার। সেরা পোলিশ অ্যাম্বাসডর ও তরুণদের কাছে ও রোল মডেল, সেটা শুধু ফুটবলের জন্যই নয়। "
দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’-এর জন্য রোনাল্ডো নিজে ভোট দেন লেওয়ানডস্কিকে। এক্ষেত্রে লিওনেল মেসির ভোট যায় ক্লাব দল পিএসজি-র সতীর্থ ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের দিকে। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটেই এই পুরস্কার প্রাপকদের নাম ঠিক হয়েছে। লেওয়ানডস্কি পেয়েছেন ৪৮ পয়েন্ট। ৪৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় মেসি। লিভারপুল ও মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহ পেয়েছেন ৩৯ পয়েন্ট। তিনি তৃতীয় স্থানেরোনাল্ডো যে ভোট। দিয়েছেন, তাতে তাঁর প্রথম পছন্দের ফুটবলার হলেন লেওয়ানডস্কি। ম্যান ইউ তারকার দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ফুটবলার চেলসির দুই মিডফিল্ডার এনগোলো কন্তে ও জর্জিনহো।
মেসির প্রথম পছন্দের ফুটবলার নেইমার। আর্জেন্তিনার অধিনায়কের দ্বিতীয় পছন্দের ভোট গিয়েছে ক্লাব দলের সতীর্থ স্ট্রাইকার কিলিয়ান এমবাপের দিকে। মেসির তৃতীয় পছন্দের ভোট গিয়েছে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজিমার দিকে।
লেওয়ানডস্কি প্রথম পছন্দের ভোট জর্জিনহোকে দিয়েছেন। তাঁর দ্বিতীয় পছন্দের সেরা ফুটবলার মেসি এবং তৃতীয় পছন্দের ভোট রোনাল্ডোকে দিয়েছেন।তাছাড়াও বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেলাসকে ফিফা মহিলাদের মধ্যে বর্ষসেরা হিসাবে বেছে নিয়েছে, এছাড়াও তিনি ২০২১ সালে মহিলাদের মধ্যে ব্যালন ডি'অর পেয়েছিলেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সম্মানিত করেছে ফিফা স্পেশাল দি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দিয়ে।
ফিফার বিশেষ পুরস্কার পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন, ‘দ্য ফিফা স্পেশ্যাল বেস্ট অ্যাওয়ার্ড’ দারুণ সম্মানের। ফিফা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমাকে যে স্বীকৃতি দেওয়া হল, তা আমার দেশের জন্যও সম্মানের। কারণ, আমি দেশের প্রতিনিধি হিসেবে এই পুরস্কার পেয়েছি। এই পুরস্কার পাওয়ার পর এবার ক্লাব দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সব লক্ষ্য পূরণ করতে চাই। মার্চে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচও আছে। পর্তুগাল যাতে ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সেটাও নিশ্চিত করতে হবে।তাছাড়াও ফিফার ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ড এর সমর্থকরা, ফিফার বেস্ট মেনস কোচ অ্যাওয়ার্ড পেয়েছেন টমাস টুচেল, পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন এরিক লামেলা, ফিফার বেস্ট গোল কিপার আওয়ার্ড পেয়েছেন চেলসির এদুয়ার্ড মেন্দী।