এক অপূরণীয় ক্ষতি, বাংলা কমিক্স এর স্রষ্টা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ৯৭ বছর বয়সে মারা গেছেন

banner

journalist Name : Nabanita Maity

#Pravati Sangbad Digital Desk:

কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত যিনি বাংলা কমিক চরিত্র 'বাঁটুল দ্য গ্রেট' এবং 'হাঁদা ভোঁদা' তৈরি করেছিলেন, সকাল ১০.১৫ তে মারা গেছেন, হাসপাতাল সুত্রে খবর। কিছুদিন আগেই তিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হলেন, বাঙালী হিসেবে আমাদের গর্ব, যিনি আমাদের ছেড়ে চলে গেলেন। অনেক দিন ধরেই অবস্থার কোনো উন্নতি হচ্ছিলনা , ডাক্তাররা কোনো আশা দিতেও পারছিলেন না। তিনি ২৪ শে ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা বৃহস্পতিবার অসুস্থ দেবনাথের সাথে দেখা করেন এবং দেবনাথকে পদক ও শংসাপত্র তুলে দেন। মিঃ রায় পরে সাংবাদিকদের বলেছিলেন যে দেবনাথ অতীতে এই পুরস্কারটি রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তার হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি ২০১৩ সালে বঙ্গবিভূষণ ও সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। নারায়ণ দেবনাথের ছেলে তাপস দেবনাথ বলেন, “কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে ২৪ শে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নারায়ণ দেবনাথ দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেলেন।"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর মৃত্যু কার্টুনের জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। "আমি প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে গভীরভাবে শোকাহত,"মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি বিবৃতিতে বলেছেন”।

 পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন," নারায়ণ দেবনাথের উত্তরাধিকার সবসময় লালিত থাকবে। কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ; ‘বাটুল দ্য গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’ এবং ‘ নন্টে ফন্টে’-এর মতো অমর কাল্পনিক চরিত্রের স্রষ্টা মারা গেছেন। তার উত্তরাধিকার সবসময় শিশু এবং বড়দের দ্বারা লালিত হবে। পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি,” তিনি টুইট করেছেন।   

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন ব্যক্তিত্ব রাজ্য সংস্কৃতি
Related News