বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন বৃহস্পতিবার রাজ্যসভায় জানিয়ে দিয়েছেন, আটটি দেশে মোট ৪৯ জন ভারতীয়ের উপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে। যদিও তাঁদের সাজা এখনও কার্যকর হয়নি, তবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে, কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন দেশের জেলে বর্তমানে সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন ১০ হাজার ১৫২ জন ভারতীয় বন্দি রয়েছেন।
উলেখ্য, প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে ২৫ জন ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, যদিও তা এখনও কার্যকর হয়নি। তবে, বিদেশে ভারতীয় বন্দিদের নিরাপত্তা এবং আইনি সহায়তা নিয়ে কেন্দ্রের নজর রয়েছে। ভারতীয় দূতাবাস এবং অন্যান্য কূটনৈতিক দপ্তর বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য বন্দিদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে, আইনি সহায়তা সরবরাহ করে এবং উচ্চতর আদালতে আবেদন জানাতে বা প্রাণভিক্ষার আবেদন করতে সহায়তা করে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কুয়েত ও সৌদিতে ৬ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এছাড়া ২০২৩ সালে কুয়েত এবং সৌদিতে ১০ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৩ সালে মালয়েশিয়ায় এক জন এবং ২০২৪ সালে জিম্বাবোয়েতে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে, সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।
দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে নগদ টাকা উদ্ধার
ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে রাজ্যসভায় দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে ১১ জন, মালয়েশিয়াতে ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে এক জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। ।গত মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে একই দিনে তিন জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁরা হলেন উত্তরপ্রদেশের শাহজ়াদি খান, কেরালার মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল। কেন্দ্র সরকার বিদেশে বন্দি ভারতীয়দের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং তাঁদের নিরাপত্তা ও আইনি সহায়তায় সর্বাত্মক সহায়তা দিচ্ছে। ভারতীয় কূটনৈতিক দপ্তরগুলির মাধ্যমে বিদেশে বন্দি ভারতীয়দের বিষয়ে সবসময় তৎপর থাকে সরকার।