Flash News
Monday, September 22, 2025

চিকিৎসক আর পশু প্রেমীদের শুশ্রূষাতে ৩০টি সেলাই নিয়ে পরিবেশে ফিরে গেল গোখরো

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

শুক্রবার সকালের ঘটনা, জলপাইগুড়ি জেলার শিরিশতলা এলাকাই রাস্তার ধারে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের পোল সারাইয়ের কাজ করছিলে, আর তখনই মাটিতে শাবলের আঘাত মারতেই বেরিয়ে আসে এক বড়সড় বিষধর গোখরো সাপ। তাকে দেখে রীতিমতো থতমত খেয়ে যান কর্মীরা। শাবলের কোপ পড়েছে তার পেতে, আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে পড়েছে। যন্ত্রণাই ছটফট করছে সাপটি। এই দেখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাই খবর দেন এলাকার পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এলাকাই পশু প্রেমী হিসাবে বেশ নাম ডাক রয়েছে তার। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ বাবু এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সহায়তাই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি পশু হাসপাতালে, সাপটির অবস্থা দেখে চিকিৎসকদেরও খারাপ লাগে। শুরু হয় চিকিৎসা। দীর্ঘক্ষণ চলে অস্ত্রোপচার, সাপটির ক্ষত স্থানে প্রায় ৩০ টি সেলাই পরে। তারপর ওষুধ আর ইনজেকশন দিয়ে সাপটিকে ছেড়ে দেওয়া হয়, যদিও এদিন সাপটি বিশ্বজিৎ বাবুর কাছেই ছিল। চিকিৎসকদের পরামর্শ মতো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় সাপটিকে। ধীরে ধীরে সে স্বাভাবিকের দিকে আসতে শুরু করে, ক্ষত স্থান শুকিয়ে আসতে শুরু করে। তারপর বনদপ্তরকে জানিয়ে সাপটিকে জঙ্গলে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

বিদ্যুৎ দপ্তরের কর্মী, পশু প্রেমী এবং চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বাঁচে গোখরো সাপটি। মানুষের এই রকম মানবিকতায় খুশি পশুপ্রেমিদের অনেকেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি রাজ্য আজকের দিনে অন্যান্য
Related News