Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

হোলবার্গ পুরস্কারে সম্মানিত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :


আন্তর্জাতিক মঞ্চে ফের গৌরব অর্জন করলেন বাংলা তথা ভারতীয় চিন্তক ও সাহিত্যিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এই বছর তিনি সম্মানিত হচ্ছেন প্রখ্যাত হোলবার্গ পুরস্কারে। আগামী ৫ জুন নরওয়ের বার্গেন শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের হাতে এই সম্মান তুলে দেবেন নরওয়ের যুবরাজ হাকোন। উল্লেখযোগ্য যে, হোলবার্গ পুরস্কার হিউম্যানিটিজ (মানববিদ্যা), আইন, ধর্মশাস্ত্র এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় এবং এটি নোবেল পুরস্কারের সমতুল্য।  


উলেখ্য,  পুরস্কারের মূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার, যা স্পিভাকের বিশাল অবদানকে সম্মান জানাতে দেওয়া হচ্ছে। নরওয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং বার্গেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেওয়া হয় এই পুরস্কার।  গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের গবেষণা বিশ্বব্যাপী চিন্তার দিশা পরিবর্তন করেছে। উত্তর-ঔপনিবেশিক মতবাদ এবং সাহিত্যের বিস্তৃত শাখায় তাঁর গভীর কাজ পৃথিবীজুড়ে সম্মানিত। তাঁর কালজয়ী লেখা "Can the Subaltern Speak?" গবেষণার জগতে এক অমোঘ দাগ রেখে গেছে।  এই গবেষণা প্রাচীন ধারণাগুলিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছে এবং এর মাধ্যমে প্রান্তিক জনগণের কণ্ঠস্বর বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছে।  বিশিষ্ট ফরাসি দার্শনিক জাক দেরিদার ‘অফ গ্রামাটোলজি’ নামক গ্রন্থের অনুবাদ গায়ত্রী স্পিভাকের দ্বারাই হয়েছে, যা দর্শন গবেষকদের কাছে একটি মূল্যবান পুঁথি হিসেবে রয়ে গেছে। সাহিত্য সমালোচনা, রাজনৈতিক চিন্তাভাবনা এবং সামাজিক তত্ত্বের ক্ষেত্রে তাঁর কাজ অতুলনীয় এবং তিনি সমসাময়িক মানবিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।  তাঁর শিক্ষকতা জীবনও অসাধারণ। সেন্ট জনস ডায়োসেশনস স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনী ভারতের গ্রামীণ শিক্ষার উন্নয়নে এক সক্রিয় মুখ। তিনি উচ্চশিক্ষা এবং তৃণমূল স্তরের শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর জন্য নিরলসভাবে কাজ করছেন। স্পিভাকের গবেষণায় সমাজের প্রান্তিক জনগণের প্রতি তাঁর সহানুভূতি এবং অঙ্গীকার সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।  

আইপিএল ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান: ইডেনে জমবে এক নজরকাড়া উৎসব

প্রসঙ্গত,  ২০০৩ সালে শুরু হওয়া এই পুরস্কারের মাধ্যমে প্রতি বছর এমন পণ্ডিতদের সম্মান জানানো হয়, যাঁরা মানববিদ্যা, আইন, সমাজ ও রাজনৈতিক চিন্তাধারায় অনন্য অবদান রেখেছেন। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এই সম্মান পেলেন দীর্ঘ পঞ্চাশ বছরের গবেষণা এবং শিক্ষকতার স্বীকৃতি হিসেবে। তাঁর ক্যারিয়ারে এটি আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা বিশ্বব্যাপী উত্তর-ঔপনিবেশিক গবেষণার স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে।  গত বছরগুলোতে এই পুরস্কার পেয়েছেন এমন খ্যাতিমান চিন্তাবিদরা যেমন জুডিথ বাটলার, ক্যাস সানস্টেইন, এবং ওনোরা ও’নিল। তাঁদের মতো স্পিভাকও মানবিক ও সামাজিক প্রেক্ষাপটে চিরকালীন প্রভাব ফেলেছেন।  এটা কোনো সন্দেহই নেই যে, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের অবদান মানববিদ্যা এবং সামাজিক বিজ্ঞানকে নতুন দিশা দিয়েছে, এবং তাঁর এই আন্তর্জাতিক সম্মান আরও একবার তা প্রমাণিত করল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News