অমিতাভ বচ্চনকে নিয়ে সম্প্রতি যে গুজবগুলো ঘুরছে, তা নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর নেওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, "বয়স হচ্ছে, সংলাপ মনে রাখতে পারছি না", যা থেকেই অনেকেই ধারণা করেছিলেন যে অমিতাভ বড় পর্দা এবং ছোট পর্দা—দুটিতেই বিদায় নিতে চলেছেন। এ খবরের সত্যতা নিশ্চিত হতে, অভিনেতা অযোধ্যায় দুই মাসে দু'বার জমি কিনেছেন—এই খবরও বেশ ঝড় তুলেছিল। কিন্তু, এর পরের ঘটনাপ্রবাহ সব গুজব উড়িয়ে দেওয়ার মতো।
সম্প্রতি জানা গেছে, অমিতাভ বচ্চন আসন্ন সিনেমা কল্কি ২৮৯৮ এডি-তে আবারও ফিরে আসছেন। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে আগামী মে মাস থেকে। কল্কি সিনেমার প্রথম পর্বে অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন 'অশ্বত্থামা' চরিত্রে, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দ্বিতীয় পর্বেও তাঁর এই চরিত্রে ফিরে আসার কথা শোনা যাচ্ছে এবং অভিনেতাও এই প্রস্তাব গ্রহণ করেছেন। এখানে প্রশ্ন ওঠে, তাহলে কি ছোট পর্দাতেও দেখা যাবে তাঁকে? শোনা যাচ্ছে, "কৌন বানেগা ক্রোড়পতি" অনুষ্ঠানটির আগামী পর্বে তিনি আর থাকবেন না। তবে এ ব্যাপারে এখনো অমিতাভ বচ্চনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, সিনেমার সিক্যুয়েল নিয়ে আরেকটি উত্তেজনাপূর্ণ খবরও সামনে এসেছে। কল্কি সিরিজের দ্বিতীয় পর্বে অমিতাভের পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়ও তাঁর চরিত্র 'কমান্ডার মানস' নিয়ে ফিরে আসবেন, এমন গুজব চলছে। কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় নিজে আনন্দবাজার ডট কম-কে জানান, "প্রথম পর্বে আমার মৃত্যু দেখানো হয়েছে, তাই দ্বিতীয় পর্বে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তবে, যদি সিনেমার টিম আমাকে কিছু জানায়, তাহলে আমি সবাইকে জানাবো।"
খিদিরপুর থেকে এসপ্ল্যানেড জুড়ে যাবে মেট্রো! জানিয়ে দিল কলকাতা রেলমন্ত্রক
এছাড়া, জানা যাচ্ছে যে, কল্কি সিরিজের দ্বিতীয় পর্বে অভিনেতা প্রভাসের চরিত্রও আরও বড় করা হবে, এবং পর্দার 'কর্ণ' চরিত্রটি তো দর্শকদের মন কেড়েছিল, তাকে দ্বিতীয় পর্বে আরও বড় আকারে তুলে আনার কথা ভাবছেন পরিচালক। এই সব খবর নিয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া না গেলেও, *কল্কি ২৮৯৮ এডি* সিনেমা নিয়ে উত্তেজনা তুঙ্গে। অমিতাভ বচ্চনের ভক্তরা অপেক্ষায় আছেন, কখন তাঁর জনপ্রিয় চরিত্রটি আবারও পর্দায় ফিরে আসবে।