Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

স্পেসএক্স-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতী এয়ারটেল

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ভারতের ইন্টারনেট পরিষেবায় নতুন এক যুগের সূচনা হতে চলেছে। বিশ্বের অন্যতম বৃহৎ স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী **স্টারলিঙ্ক** (Starlink) সম্প্রতি ভারতের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Bharti Airtel)-এর সঙ্গে জোট বেঁধেছে। এই চুক্তির ফলে ভারতীয় গ্রাহকরা খুব শিগগিরই স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পেতে চলেছেন। যদিও এখনও ভারতের কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন প্রাপ্তির বিষয়টি বাকি রয়েছে, তবুও এই উন্নয়নকে ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে একটি নতুন বিপ্লব হিসেবে দেখা হচ্ছে।

এয়ারটেল এবং স্পেসএক্স-এর এই যৌথ উদ্যোগে, স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে প্রদান করা হবে। সূত্র অনুযায়ী, এয়ারটেল সম্ভবত স্টারলিঙ্কের যন্ত্রপাতি (যেমন স্যাটেলাইট ডিশ এবং রাউটার) বিক্রি করবে, এবং তাদেরই নেটওয়ার্কের মাধ্যমে স্টারলিঙ্কের সেবা গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। এর ফলে, গ্রামীণ অঞ্চল,পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষও ইন্টারনেট সেবা উপভোগ করতে সক্ষম হবে, যেখানে প্রচলিত টাওয়ারভিত্তিক নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব নয়। এই চুক্তি বিশেষ করে গ্রামীণ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়। এটি **লোয়ার অরবিট**-এ (Low Earth Orbit) অবস্থিত স্যাটেলাইট ব্যবহার করে। আর তার ফলে, এটির নেটওয়ার্ক টাওয়ারের উপর নির্ভরশীল নয়, যা দুর্গম পাহাড়ি অঞ্চলে এক বড় সুবিধা। স্টারলিঙ্ক সেবা নিয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর সুবিধাজনক রেঞ্জ, যেখানকার পুরনো প্রযুক্তি পৌঁছাতে সক্ষম নয়।


প্রসঙ্গত,  ২০২২ সালে স্পেসএক্স ভারতের জন্য স্টারলিঙ্কের পরিষেবা শুরুর প্রস্তুতি নিয়েছিল। তবে, ভারত সরকার জানিয়েছিল যে স্টারলিঙ্ক এখনও ভারতে পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় লাইসেন্স পায়নি। সেই সময় স্টারলিঙ্কের লক্ষ্য ছিল ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ভারতজুড়ে ২ লক্ষ ডিভাইস ইনস্টল করা। দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে এটি অনুমোদনের পথে। এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল বলেছেন, "স্পেসএক্স-এর সঙ্গে আমাদের এই জোট ভারতের ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা নেক্সট জেনারেশন স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে গ্রাহকদের ইন্টারনেট সংযোগ সেবা প্রদান করব।" এয়ারটেল এবং স্পেসএক্স একযোগে কাজ করে, পরবর্তীতে তারা স্টারলিঙ্ক সেবার মাধ্যমে ভারতে কীভাবে কাজ করবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবে। কীভাবে এয়ারটেল-এর নেটওয়ার্ক ব্যবহার করবে স্টারলিঙ্ক এবং তাদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্পেসএক্স ভারতের বিস্তৃত পরিকাঠামোকে কাজে লাগাবে, তা স্পষ্ট হলে আরও নতুন তথ্য আসবে।

প্রকাশ্যে আসছে গোয়েন্দা সিরিজ ‘ডিটেক্টিভ চারুলতা’! গোয়েন্দা চরিত্রে দেখা যাবে সুরঙ্গনাকে

উলেখ্য,  ভারতীয় বাজারে স্টারলিঙ্কের সেবা লঞ্চ হলে, তা শুধু শহুরে অঞ্চলের জন্য নয়, বরং গ্রামীণ এলাকা, অটোমেটেড পরিষেবা, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্যও এক বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধুমাত্র ভারতের প্রযুক্তি পরিকাঠামোর উন্নতি করবে না, বরং পুরো পৃথিবীতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্থাপন করবে। ভারতে ইন্টারনেট পরিষেবার নতুন এই যুগ শুরু হতে চলেছে এবং তার সাথে ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাবে উন্নত ও দ্রুতগতির ইন্টারনেট সেবা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক
Related News