শিয়ালদা-ডানকুনি শাখায় ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণার অনুযায়ী, আগামী রাত ১২টা থেকে শুরু হবে এই বন্ধ, যা চলবে আগামী সোমবার ভোর ৪টা পর্যন্ত। বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত রেলওয়ে লাইন মেরামতি এবং বালি ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মধ্যে ৯৫ বছরের পুরনো গার্ডার বদলানোর জন্য এই কাজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এতে ২২ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং ডানকুনি থেকে চলা একাধিক এক্সপ্রেস ট্রেন নৈহাটি-ব্যান্ডেল শাখা দিয়ে চালানো হবে। এছাড়া, বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসা রাস্তায় দুই চাকা বাইক ও তিন চাকা গাড়ির চলাচল স্বাভাবিক থাকবে, তবে ভারী গাড়ি ও বাস চলাচল বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ভারী গাড়িগুলি নিবেদিতা সেতু ব্যবহার করবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের জন্য এই কাজগুলি সম্পন্ন করতে চলেছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।