নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। ওই পোস্টে নেতাজির ছবি, জন্মতারিখ ও ‘মৃত্যুর তারিখ হিসেবে ১৮ আগস্ট, ১৯৪৫ উল্লেখ করা হয়েছিল। তবে, এই মন্তব্যে একটি বিতর্ক সৃষ্টি হয়, কারণ এই তারিখটি ঐতিহাসিকভাবে নেতাজির মৃত্যু বা অন্তর্ধান নিয়ে বিতর্কিত তত্ত্বের সঙ্গে যুক্ত।
১৯৪৫ সালের ১৮ আগস্টের পর থেকেই নেতাজির মৃত্যু নিয়ে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু এখনো কোনও কমিশনও নেতাজির মৃত্যুর বিষয়ে কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। তাই রাহুল গান্ধীর পোস্টে উল্লিখিত মৃত্যুর তারিখ নিয়ে প্রশ্ন উঠেছে। ফরওয়ার্ড ব্লক, বিজেপি ও তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এই পোস্টকে তীব্র সমালোচনা করেছে এবং রাহুলকে ক্ষমা চাইতে বলা হয়েছে। বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাহুল গান্ধী যে ভাবে নেতাজির মৃত্যুর তারিখ ঘোষণা করেছেন, তা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক।" তিনি আরও যোগ করেন, "নেতাজির অন্তর্ধান রহস্য সমাধান করতে একাধিক কমিশন গঠন করা হয়েছে, তবে কোন কমিশনই ওই বিমানে দুর্ঘটনায় মৃত্যু প্রমাণ করতে পারেনি। এভাবে এই বিষয়টি তুলে ধরা একদম অগ্রহণযোগ্য।"
রামগোপাল বর্মার বিরুদ্ধে চেক বাউন্স মামলায় সাজা ঘোষণা, ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ
প্রসঙ্গত, এদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও রাহুলের মন্তব্যের বিরোধিতা করেছেন। তিনি বলেন, "নেতাজি সম্পর্কে অন্তর্ধান রহস্য এখনও অমীমাংসিত। তাইওয়ানের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনও প্রমাণ নেই।" কুণাল আরও যোগ করেন, "রাহুল গান্ধীকে নিজের মন্তব্য সংশোধন করতে হবে। নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তাঁর মৃত্যু নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করা যায় না।"বিরোধী দলের এসব তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, তিনি পোস্টটি দেখেননি এবং এখনও তার বিষয়ে মন্তব্য করতে পারবেন না।
উলেখ্য, এটি ২০১৯ সালেও ঘটে ছিল, তখনও রাহুল গান্ধী নেতাজির জন্মজয়ন্তীতে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই সময়ও একই ধরনের সমালোচনা উঠেছিল। তবে, এ বার নেতাজির মৃত্যুদিন নিয়ে এই বিতর্ক আরও চরম আকার ধারণ করেছে। এই বিতর্কের প্রেক্ষাপটে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, রাহুল গান্ধীর এই পদক্ষেপ তাঁর রাজনৈতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষত যখন এতটা স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে।