Flash News
Monday, September 22, 2025

ফের বেতন বৃদ্ধির আশা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের

banner

journalist Name : Sayantika Biswas

#কেন্দ্র:

জানুয়ারিতেই আসতে পারে সু-সংবাদ। শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike)-এর ঘোষণা করতে পারে সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আবার বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনের মধ্যেই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কর্মীদের দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারে। যুক্তি বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে তাদের মূল বেতন ব্যাপক হারে বৃদ্ধি হতে পারে। মহার্ঘ ভাতা (DA Hike) কতটা বাড়বে তা এখনও ঠিক হয়নি। তবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) নভেম্বরের তথ্য প্রকাশ করা হয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 3% বাড়তে পারে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৩১ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। জানুয়ারিতে যদি ডিএ ৩% বাড়ানো হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ৩৪ শতাংশ দাঁড়াবে।
২০২২ সালের বাজেটের আগে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও আলোচনা হয়েছে। যার ভিত্তিতে সিদ্ধান্ত হতে পারে। এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতনও বাড়বে।
যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন হয় ১৮,০০০ টাকা, তাহলে ভাতা ব্যতীত তার বেতন হবে ১৮,০০০ X ২.৫৭ = ৪৬,২৬০ টাকা। যদি এটি ৩.৬৮ হিসাবে ধরা হয়, তাহলে বেতন হবে ২৬,০০০X৩.৬৮ = ৯৫,৬৮০ টাকা। এতে বাম্পার সুবিধা পাবেন কর্মচারীরা। অর্থাৎ সামগ্রিকভাবে কর্মীদের বেতন বাড়বে ৪৯,৪২০ টাকা। এই হিসাব করা হয়েছে ন্যূনতম মূল বেতনের ওপর। যাদের সর্বোচ্চ বেতন তারা বেশি সুবিধা পাবেন।
ফিটমেন্ট ফ্যাক্টর হল সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণের সূত্র। এটি ৭তম বেতন কমিশনের (৭তম সিপিসি) সুপারিশের ভিত্তিতে বাস্তবায়িত হয়েছিল। এতে কর্মীদের বেতন অটোমেটিকভাবে বেড়ে যায়। ৭তম বেতন কমিশনের অধীনে, ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৮৮৬০ টাকা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি মহার্ঘ ভাতা (DA) আকারে পাওয়া যাবে।
ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে ২.৫৭ রয়েছে। যদি এটি ৩.৬৮ বৃদ্ধি করা হয়, তবে সর্বনিম্ন বেতন সীমা হবে ২৬,০০০ টাকা। যার অর্থ দাঁড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ৮,০০০ টাকা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে এর উপর ডিএও বাড়বে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ অর্থনীতি
Related News