Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

গাইতে গাইতেই হঠাৎ অসুস্থ মোনালি ঠাকুর! তড়িঘড়ি ভর্তি হাসপাতালে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

 মঙ্গলবার দিনহাটায় অনুষ্ঠিত উৎসবে মঞ্চ মাতান জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। তবে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, যা নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। শ্বাস নিতে সমস্যা হওয়ায় গায়িকাকে দ্রুত মঞ্চ থেকে নেমে আসতে হয়। 

আরজি কর কাণ্ড: সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

উলেখ্য,  উৎসবটি আয়োজিত হয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা, প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে। দিনহাটার সংহতি ময়দানে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনালি ঠাকুর, অঙ্কিতা ভট্টাচার্যসহ আরো অনেকেই। মোনালি ঠাকুরের মঞ্চে পারফরম্যান্সের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা ব্যাপক সাড়া ফেলেছিল, কিন্তু গায়িকার অসুস্থতা নিয়ে যখন তাঁর অনুষ্ঠান ছেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়, তখন তা আরো আলোচনার জন্ম দেয়।


প্রসঙ্গত,  মোনালির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। এদিকে, মোনালির বোন মেহুলি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ঠান্ডা লেগে ছিলেন গায়িকা। কিন্তু নানা শো এবং সফরের কারণে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছিলেন না তিনি। মেহুলি আরো জানান, ছোট বিমানে করে দিনহাটায় পৌঁছানোর সময় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, কিন্তু তাও মোনালি স্টেজে উঠে গান গাওয়ার চেষ্টা করেন। শেষমেশ তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, তাকে বিশ্রামের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে ভর্তি করতে হয়নি এবং বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। মোনালির উপর শো এবং গান তৈরির বিশাল চাপ থাকায়, মেহুলি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "এত শো এবং গান তৈরি করতে গিয়ে মোনালির জন্য এসব চাপ সহ্য করা কঠিন হয়ে পড়ছে।"গায়িকার সুস্থতার জন্য অনুরাগীরা প্রার্থনা করছেন এবং আশা করছেন, শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরে আসবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News