রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের প্রথম মাসেই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শিবির চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শিবির অনুষ্ঠিত হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা করেছেন।
‘দুয়ারে সরকার’ প্রকল্পের মূল উদ্দেশ্য হল, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছানো। এই শিবিরে অংশগ্রহণ করে, সাধারণ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন বা যে কোনও পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে, কোনও সরকারি দফতরে গিয়ে সময় নষ্ট না করে, সরাসরি শিবিরে গিয়ে সহজেই এসব কাজ সেরে ফেলা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিবির সাধারণত রবিবার বা সরকারি ছুটির দিন বন্ধ থাকবে, তবে আঞ্চলিকভাবে কিছু জায়গায় ছুটির দিনে শিবির আয়োজনের সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন নিতে পারে।
রোহিত শর্মা-বিরাট কোহলিদের নতুন নিয়মাবলী
উলেখ্য, ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শিবিরে প্রায় সব সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এতে যে প্রকল্পগুলির সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য:খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তফসিলি জাতি ও উপজাতি , সংশাপত্র, তফসিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার,কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এছাড়া, আধার কার্ড সংক্রান্ত নানা সমস্যাও এই শিবিরে জানানোর সুযোগ থাকবে।
প্রসঙ্গত, প্রথম পর্যায়ের আবেদন জমা নেওয়া হবে ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এসব আবেদন পরবর্তী প্রক্রিয়ায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে।২০২০ সালের ডিসেম্বরে রাজ্য সরকার ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল মানুষের কাছে সরকারের সামাজিক এবং উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, যাতে তারা আর দফতর বা দীর্ঘ প্রক্রিয়া মোকাবিলা না করে সরাসরি শিবিরে গিয়ে সাহায্য পায়। এটি সরকারের নীতির অঙ্গ হয়ে উঠেছে, যা মানুষের জীবনে সহজতা নিয়ে আসছে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা নিতে অসুবিধায় পড়া সাধারণ মানুষের জন্য এক দারুণ সুযোগ এসেছে।