Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কলকাতাপুলিশ গ্রেপ্তার করল ব্যাঙ্ককর্মী দম্পতিকে, উদ্ধার হলো ১০ কোটি টাকার গয়না

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

কলকাতার পার্ক স্ট্রিট এলাকার ইন্ডিয়ান ব্যাঙ্ক শাখার লকার ইনচার্জ মৌমিতা শি এবং তাঁর স্বামী মিঠুন শি, গত ১০ জানুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তারা ব্যাংকের লকার থেকে গ্রাহকদের মূল্যবান সম্পত্তি চুরি করেছে। অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার কসবা থানার বোসপুকুর রোডে একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এবং সেখানে পুলিশ ব্যাপক পরিমাণ চুরির মালামাল উদ্ধার করে।  

দামোদর নদের চর থেকে উদ্ধার হল প্রাচীন সূর্য মূর্তি

পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা। এর মধ্যে ৪৬ গ্রামের ৬টি সোনার কয়েন রয়েছে, যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এছাড়াও ৩৭০ গ্রাম সোনা সমৃদ্ধ হার, চুরি, কানের দুল, ব্রেসলেট এবং নূপূর উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য ২৮ লক্ষ টাকা। এছাড়া ১১টি সোনার বার, যার মোট ওজন ৭৩২ গ্রাম, উদ্ধার হয়েছে এবং তাদের মূল্য প্রায় ৬৭ লক্ষ টাকা। সব মিলিয়ে পুলিশ ২৭টি সোনা ও হীরের গয়না উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা।  


প্রসঙ্গত,  এই বিপুল পরিমাণ গয়না ও মূল্যবান সম্পত্তি উদ্ধার হওয়া পুলিশ কর্মকর্তাদের জন্য বড় এক ধাক্কা। তাঁরা জানাচ্ছেন যে, ব্যাংকের লকার ব্যবস্থায় মৌমিতা শি এবং তাঁর স্বামী মিঠুন শি কর্তব্যে গাফিলতি দেখিয়ে গ্রাহকদের সোনা, হীরা ও অন্যান্য মূল্যবান সম্পত্তি চুরি করতেন। তদন্তে আরও তথ্য উঠে আসবে বলে পুলিশ জানিয়েছে।  এই চুরির ঘটনা জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং এক নতুন দৃষ্টিতে ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অপরাধ দুর্নীতি
Related News