Flash News
Monday, September 22, 2025

শিয়ালদহ মেট্রো চলাচলে আর কিছু দিনের অপেক্ষা

banner

journalist Name : Sagarika Chakraborty

#কলকাতা:

ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ রেল স্টেশন, প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে শিয়ালদহ স্টেশন দিয়ে। শিয়ালদহ মেট্রোর দাবি ছিল অনেক দিনের, সেই মতো কাজও শুরু হয়েছিল বর্তমানে তা শেষের মুখে। এখন শুধু অপেক্ষা সেফটি কমিশনের ছাড় পত্রের। সুত্রের খবর শিয়ালদহ মেট্রো স্টেশন পেয়েছে অগ্নি-সুরক্ষা ছাড়পত্র। প্রস্তুতি প্রায় শেষের দিকে এখন শুধু মাত্র যাত্রীর অপেক্ষাই নতুন মেট্রো স্টেশন। অনেকের মতে এই নতুন মেট্রো স্টেশন শহরে প্রবেশের মূল দরজা হয়ে উঠবে। খুব দ্রুত সেক্টর ফাইভের সাথে জুড়ে যাবে শিয়ালদহ মেট্রো। মেট্রো রেল সূত্রে জানা গেছে শিয়ালদহ স্টেশনের ভিড়ের কথা মাথাই রেখেই মেট্রো স্টেশন সাজানো হয়েছে, যাতে যাতায়েতে কোন রকম সমস্যা না হয়। নতুন মেট্রো স্টেশনে থাকবে ৫টি লিফট, চলমান সিঁড়ি, প্রসস্থ পথ, অনেক টিকিট কাউন্টার। যাত্রী সুরক্ষার কথা মাথাই রেখে বসানো হয়েছে স্ক্রিনিং ডোর। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করে, যাতে খুব একটা ভিড় হয় না ফলে লাভের মুখ দেখতে পায় না মেট্রো কতৃপক্ষ। কিন্তু শিয়ালদহ মেট্রো চালু হওয়ার ফলে লাভের মুখ দেখা যাবে বলে আশাবাদী মেট্রো রেল কতৃপক্ষ। অন্যদিকে বৌবাজার অংশের কাজ অনেকটাই বাকি এখনও, আর তা শেষ হলেই শিয়ালদহ মেট্রো স্টেশনের সাথে জুড়ে যাবে ধর্মতলা মেট্রো স্টেশন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিজ্ঞান ভ্রমণ রাজ্য
Related News