Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কুয়াশার চাদরে ঢাকা কলকাতা, শীত কি বিদায় নিচ্ছে?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে সপ্তাহান্তে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। রবিবার সকালে কলকাতার আকাশ ছিল দিল্লির মতোই কুয়াশাচ্ছন্ন, যেখানে দৃশ্যমানতা কমে গিয়ে তলানিতে পৌঁছেছে। শীতের তীব্রতা কমে যাওয়ায়, অনেকেই প্রশ্ন করছেন, শীত কি এবার বিদায় নেবে? তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রাজ্যে কুয়াশার পরিমাণ বেশি থাকবে, তবে এ বিষয়ে কোনো সতর্কবার্তা নেই। বিশেষত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং কয়েকটি জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে।

আসছে ‘অ্যানিম্যাল ৩’! রণবীর কাপুরের ট্রিলজি

প্রসঙ্গত,  এ সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংসহ চারটি জেলায় মঙ্গলবার বৃষ্টি হতে পারে, আর দার্জিলিংয়ের কিছু জায়গায় হালকা তুষারপাতও দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গে পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী সপ্তাহে কিছুটা পরিবর্তিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে উষ্ণতা বাড়বে। শীতের প্রকোপ আটকে গিয়ে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাগ্রস্ত হবে, আর পুবালী হাওয়ার দাপট বাড়বে। এই পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। সোম এবং মঙ্গলবার আরও দু-তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে আবার তাপমাত্রার পতন হতে পারে, এবং কলকাতায় শীতের আমেজ কিছুটা কমে যাবে। 


উলেখ্য, এখন পর্যন্ত কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার ২ ডিগ্রি বেশি। শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১.৭ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৬ থেকে ৯১ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উষ্ণতা কিছুটা বাড়বে। তবে বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেলেও তার পর আবার তাপমাত্রার পতন হতে পারে। আপাতত কনকনে ঠান্ডার কোনো আশঙ্কা নেই, তবে শীতের উত্তাপ কমে গিয়ে শহরের আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা তাপমাত্রা