Flash News
Monday, September 22, 2025

কেজরিওয়ালকে হারানো পর পরবেশের আজ শপথগ্রহনের দিন , তালিকায় আছে কার কার নাম?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

দিল্লির রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালকে নয়াদিল্লি কেন্দ্র থেকে হারানোর পরপরই রাজনৈতিক মহলে এক চমকপ্রদ জল্পনা উঠেছিল, যার মধ্যে অন্যতম ছিল পরবেশ বর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দেখা। তবে সকলকে অবাক করে দিয়ে, বিজেপি এবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছে। আজ, ২০ ফেব্রুয়ারি, রামলীলা ময়দানে তাঁর শপথগ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত,  বিজেপি, নির্বাচনে কেজরিকে হারানোর পরপরই পরবেশ বর্মাকে দিল্লির মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে। গ্যাজেট অনুসারে, পরবেশকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যদিও তিনি মুখ্যমন্ত্রী হননি। নতুন মন্ত্রিসভায় আরও থাকছেন—সাহিব সিং, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং। এই সাতজন মন্ত্রী আজ রামলীলা ময়দানে শপথ নেবেন, এবং তাদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য শীর্ষ বিজেপি নেতারা। বিজেপির নতুন মুখ্যমন্ত্রী, রেখা গুপ্তা, ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ (উত্তর-পশ্চিম) কেন্দ্র থেকে ৬৮,২০০ ভোট পেয়ে বিজয়ী হন। এই ফলাফলেই বিজেপি তাঁর নামকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছে। ৬৮,২০০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে তিনি দলের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজেপি এই সিদ্ধান্তের মাধ্যমে, মহিলা ও বণিকদের ভোটে সমীকরণ সাজানোর লক্ষ্য নিয়েছে।

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আসনে রেখা গুপ্ত

উলেখ্য,  বিজেপি দলের মধ্যে রেখা গুপ্তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন—পরবেশ বর্মা, সতীশ উপাধ্যায় এবং বিজেন্দর গুপ্তা। এই তিনজনের নামের মধ্যে কোনও একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন। তবে, বিজেপি রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে, মহিলাদের এবং ব্যবসায়ী শ্রেণির মানুষের প্রতি বিশেষ নজর দিয়েছে। আজ, ২০ ফেব্রুয়ারি, দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত এক নতুন চমক সৃষ্টি করেছে, এবং এর ফলে বিজেপি দিল্লির নতুন নেতৃত্বের দিকে আগ বাড়াতে প্রস্তুত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News