দুদিন পরেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং অংশগ্রহণকারী দলগুলি পাকিস্তানে পৌঁছানোর পর সেখানে শুরু হয়েছে মেগা টুর্নামেন্টের প্রস্তুতি। তবে, টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে ভারতের পতাকা না থাকার ঘটনায় ফের নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ গোটা উত্তর ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের করাচি স্টেডিয়ামে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটি অংশগ্রহণকারী দেশের পতাকা উড়ছে। তবে, তাৎপর্যপূর্ণভাবে ভারতের তেরঙ্গা পতাকা সেখানে নেই। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কেন ভারতের পতাকাটি বাদ দেওয়া হল? অনেকের মতে, ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, তাই হয়তো পতাকাটি সেখানে রাখা হয়নি। আবার কিছু মানুষ মনে করছেন, যেহেতু প্রতিটি দেশের পতাকাকে সম্মান জানানো উচিত, সেখানে ভারতীয় পতাকাটির উপস্থিতি প্রয়োজন ছিল। ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও ক্রীড়া বিতর্ক চলে আসছে, এবং এই নতুন বিতর্ক সেই আগের জলেই আঁচ নিয়ে আসছে। নিরাপত্তা ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা পাকিস্তানে খেলতে যেতে চায়নি। অবশেষে হাইব্রিড মডেলে সমস্যা সমাধান করা হয় এবং ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে।
উলেখ্য, ভারতীয় ক্রিকেট দলের জার্সি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে খবর এসেছিল যে ভারতীয় দলের জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি লেখা যাবে না, যদিও পরে এই জটিলতা সমাধান হয় এবং ভারতীয় দলের জার্সিতে ‘পাকিস্তান’ নাম রাখা হয়। এখন, এই নতুন পতাকা বিতর্কের পরেও ভারত বা পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে, এই বিষয়টি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে এবং দুই দেশের মধ্যে ক্রীড়া ও রাজনৈতিক সম্পর্কের জটিলতা যেন একে অপরকে আঁকড়ে ধরছে। আগামী বুধবার থেকে শুরু হওয়া এই মেগা টুর্নামেন্টে ভারতের পতাকা কোথায় থাকবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে, তবে ক্রিকেটের মঞ্চে এই বিতর্ক অনেককেই ভাবিয়ে তুলছে।